ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের রাষ্ট্রায়ত্ত সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) আগুনের ঘটনায় অন্তত ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ভবনের দ্বিতীয় তলায় শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের কর্মীরা রোগীদের ছেড়েই পালিয়ে যান। রবিবার গভীর রাতে এ আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই গোটা হাসপাতাল ভবন ধোঁয়ায় ছেয়ে যায় এবং রোগী ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালে মজুদ রাখা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আইসিইউ সরঞ্জাম, রক্তের নমুনা টিউব এবং অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গতকাল মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে চিকিৎসা শিক্ষা বিভাগের কমিশনার ইকবাল খানের সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় ওই হাসপাতালে ২১০ জন রোগী ছিলেন। চারটি আইসিইউতে ৪০ জন করে রোগী ছিলেন। রাতে প্রতিটি আইসিইউতে মাত্র একজন কর্মী ছিলেন। কিন্তু আগুন লাগার পর পরই সেই কর্মীরা পালিয়ে যান বলে অভিযোগ। যদিও পরবর্তীতে হাসপাতালের কর্মীরা এবং রোগীর পরিচারকরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এমনকি নতুন করে কোনো দুর্ঘটনা এড়াতে একাধিক রোগীকে হাসপাতাল ভবনের বাইরে নিয়ে আসা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনেন।