ভারত-পাকিস্তান সংঘাতসহ বিশ্বজুড়ে সংঘাত মীমাংসার কৃতিত্ব আবারও নিজের নামে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ দিনের এশিয়া সফরে মালয়েশিয়ার উদ্দেশে ওয়াশিংটন থেকে উড়ালের পর বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। অবশ্য ভারত এই দাবি অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির ক্ষমতাধর শীর্ষ এই দুই নেতাকে ‘অসাধারণ ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ওয়াশিংটন ডিসি শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে চলমান সংঘাতের সমাধান করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। গতকাল পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত-পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তা সমাধান করে ফেলেছেন। ট্রাম্প বলেন, ‘আমি সেটা (যুদ্ধবিরতি) করে দেখিয়েছি। আরও আছে-ভারত ও পাকিস্তানের কথাই ধরুন, আমি যেসব চুক্তি করেছি, তার সবগুলোকেই রাশিয়া-ইউক্রেনের চেয়েও কঠিন মনে হয়েছিল। কিন্তু আসলে তা নয়। রাশিয়া-ইউক্রেনই সবচেয়ে চ্যালেঞ্জিং সংঘাত।’
ট্রাম্প এর আগেও কয়েকবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। চলতি মাসের শুরুতে তিনি বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল ‘শান্তি প্রতিষ্ঠার আসল অস্ত্র’ এবং ওই কৌশল ছাড়া তিনি বিশ্বের আটটি সংঘাত সমাধান করতে পারতেন না। ভারতের রুশ তেল কেনা প্রসঙ্গ ট্রাম্প বলেন, ভারত এ বছর শেষের আগেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এ কারণেই তিনি দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছেন।
উল্লেখ্য, এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল প্রথমে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান। সেখান থেকে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। এই চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প নিজেও। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি হতে যাচ্ছে। এটি আমার প্রশাসনের পক্ষ থেকে মাত্র আট মাসে শেষ করা আটটি যুদ্ধের মধ্যে অন্যতম। আমরা গড়ে প্রতি মাসে একটি যুদ্ধের অবসান ঘটিয়েছি।’ ট্রাম্প বলেন, ‘বর্তমানে মাত্র একটি যুদ্ধ বাকি আছে। আমি শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তান আবার আলোচনা শুরু করেছে। কিন্তু আমি অত্যন্ত দ্রুত তাদের সংকটেরও সমাধান করে দেব। আমি তাদের বিষয়ে জানি।’