ইরানের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ কিংবা সমুদ্র যে কোনো দিক থেকে আসা হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ও চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী দেশের সেরা তরুণদের মধ্য থেকে বাছাই করা হয়, যারা দেশ ও জাতির নিরাপত্তা রক্ষায় সব সময় প্রস্তুত। গতকাল তেহরানে ইরানের বিমানবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব সামরিক তিরন্দাজি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অ্যাডমিরাল সাইয়ারি বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। কোনো সমাজ অসুস্থ থাকলে অগ্রগতি সম্ভব নয়। সশস্ত্র বাহিনীতে খেলাধুলা তরুণদের আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে, যা তাদের ভবিষ্যতে দেশের রক্ষাকর্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তিরন্দাজি খেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তিরন্দাজি শুধু একটি খেলা নয়, এটি আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। -প্রেস টিভি
তিনি আরও জানান, ইরানের সেনারা এই প্রতিযোগিতায় কেবল পদক জেতার উদ্দেশ্যে অংশ নিচ্ছেন না; বরং এই সুযোগে তারা ইরানের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ইসলামি মূল্যবোধ ও বিপ্লবী চেতনা বিশ্বের সামনে তুলে ধরতে চান। অ্যাডমিরাল সাইয়ারি বলেন, আমরা চাই অংশগ্রহণকারী দেশগুলো বুঝতে পারুক- ইরান এক প্রাচীন ও মূল্যবোধে সমৃদ্ধ ভূমি।
শেষে তিনি এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ইরানের জেনারেল স্টাফ, বিমানবাহিনী ও তিরন্দাজি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ ইরানের ঐতিহ্য ও গৌরবের উচ্চমানকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।