যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অবশেষে বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় হতে চলেছে এই বৈঠক। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে হবে এই দ্বিপক্ষীয় বৈঠক। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর এটিই হতে চলেছে দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। শি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক করা নিয়ে কয়েক সপ্তাহ ধরেই কাজ চলছিল। কিন্তু বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা বেড়ে যাওয়ায় বৈঠক নিয়ে সংশয় দেখা দেয়। এর মধ্যেই ট্রাম্প হুমকি দেন, চীন বিরল খনিজ রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ তুলে না নিলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অতিরিক্ত শুল্ক প্রকোপ এড়ানোর জন্য ট্রাম্পের বক্তব্য ছিল, আগামী ১ নভেম্বরের মধ্যে বৈঠকে বসতে হবে। পাল্টা চীনও বার্তা দিয়েছিল আলোচনায় বসার। চীনের বাণিজ্যমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে আশাবাদ দেন। বৈঠকে বাণিজ্য শুল্ক, প্রযুক্তি নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রে চীনের কৃষিপণ্য নিয়ে সমঝোতার আশা করা হচ্ছে। বিশেষ করে সয়াবিন কেনার বিষয়ে একমত হওয়ার সম্ভাবনা বেশি। -রয়টার্স ও আলজাজিরা
আগামী বৃহস্পতিবার কোরিয়ার বুসানে ট্রাম্প ও শি জিনপিং বৈঠকের সম্ভাবনা রয়েছে। আলোচনায় কোনো সমঝোতা না হলে ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর মোট ১৫৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ কার্যকর হবে। -রয়টার্স ও আলজাজিরা