৬ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১৬

কলকাতা বইমেলাতেও সিএএ-এনআরসি-এনপিআর

দীপক দেবনাথ কলকাতা

কলকাতা বইমেলাতেও সিএএ-এনআরসি-এনপিআর

সংশোধিত নাগরিকত্ব আইনের (ক্যা), প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধীতা করে প্রতিবাদ, বিক্ষোভ দেখেছে গোটা ভারতবাসী। এবার সেই প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা চত্বরেও। 

সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানে চলছে ৪৪ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বইমেলায় ছোট বড় মিলিয়ে স্টলের সংখ্যা প্রায় ৬০০। কিন্তু সকলকে ছাড়িয়ে নজর কেড়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট্র ও তাদের শিক্ষার্থী সংগঠন স্টুডেন্টস ফেডরেশন অব ইন্ডিয়া (এসএফআই), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস), দ্য অ্যাসোসিয়েশন ফর প্রোকেশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর)-এর মতো কয়েকটি স্টল। প্রতিটি দলই লিফলেট বিলানোর পাশাপাশি নতুন নাগরিকত্ব আইন নিয়ে তাদের অভিমত তুলে ধরছে, মানুষকে বোঝাচ্ছে। শুধু তাই নয়, সিএএ, এনআরসি ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর)-এর স্বপক্ষে ও বিপক্ষে টি-শার্ট, কফি-মগ, ছোট ছোট পোস্টার, ব্যানার তৈরি করেও প্রচারনা চালানো হচ্ছে। 
গত মঙ্গলবার মেলায় মোড়ক উন্মোচন হয়েছে দেজ পাবলিশিং’এর তরফে প্রকাশিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বই ‘নাগরিকত্ব আক্রান্ত’। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টল ছাড়াও দেজ পাবলিশার্স’এর স্টল থেকে হট কেকের মতো বিক্রি হচ্ছে এই বইটি। দেজ পাবলিশার্স’র এক কর্মকর্তা সুধাংশু শেখর দে জানান ‘সমসাময়িক বিষয় নিয়ে মমতা ব্যনার্জির লেখা নাগরিকত্ব আক্রান্ত বইটি নিয়ে পাঠকদের মধ্যে বেশ কৌতুহল, উৎসাহ দুটোই তৈরি হয়েছে।’ 
বর্বর অনিশ্চয়তা গোটা দেশের রাজনীতি-অর্থনীতি-সমাজব্যবস্থায় যেভাবে গ্রাস করেছে নিজের লেখা বইতে তা নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যনার্জি। বইতে তিনি লিখেছেন ‘১৯৯৩ সাল থেকে প্রতি বছর বইমেলায় সমসাময়িক ইস্যুতে আমার লেখা বই প্রকাশি হয়-যেখানে আমি আমার চিন্তাধারা, আমার অভিমত, ধারণা তুলে ধরি। এবছর সিএএ, এনআরসি এবং এনপিআর-এর বিরুদ্ধে মানুষের আন্দোলন আমাকে মতামত প্রতিফলিত করতে উৎসাহিত করেছিল।’
এসএফআই’এর স্টলে পোস্টারে পোস্টারে ছয়লাব। কোথাও লেখা ‘নিদ্রিত ভারত জাগো’, কোথাও আবার ‘নো সিএএ, সিএএ, এনপিআর’।  এসএফআই নেতা শুভজিৎ সরকার জানান ‘সকল বয়সের মানুষই আমাদের স্টলে আসছেন এবং এই পোস্টারের প্রশংসা করছেন। অনেকেই আমাদের বই কিনছেন এবং লিফলেট নিয়ে পড়ছেন।’ 
অন্যদিকে এপিডিআর’এর স্টলের তাকগুলিতে থরে থরে সাজানো রয়েছে সিএএ, এনআরসি’এর সমুহ বিপদের নানা দিক তুলে ধরা বাংলা সংস্করনের বই। স্টলের এক কর্মী জানান ‘কলেজ শিক্ষার্থী সহ যুবসমাজের কাছ থেকে আমরা নতুন নাগরিকত্ব আইন নিয়ে একাধিক প্রশ্ন পাচ্ছি। 
তবে ভিন্ন চিত্র আরএসএস’এর স্টলে। নতুন নাগরিকত্ব আইনে কি কি সুবিধা এবং এনিয়ে মানুষের মধ্যে ভুল ধারনা দূর করানোর জন্য দুই ধরনের বুকলেট বিলি করা হচ্ছে। তাদের একজন স্টল কর্মী জানান ১০ রুপি দরে প্রায় ৪০০০ ছাপানো বুকলেটের মধ্যে ইতিমধ্যেই ৩৫০০ হাজার বুকলেট বিক্রি হয়েছে। আরএসএস’এর বুকস্টলে ভিতরে সিএএ’এর সমর্থনে পোস্টার লাগানো হয়েছে। ওই পোস্টারেই জ্বলজ্বল করছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি-যা অনেকেরই দৃষ্টি কাড়ছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর