করোনা পরিস্থিতির মধ্যেও ভারতের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেরাকত্বের হার অনেকটাই কম বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি'র (সিএমআইই) সাম্প্রতিক তথ্য তুলে ধরে শনিবার টুইট করে মমতা বলেন, কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত জুনে যেখানে সারাদেশে বেকারত্বের হার বেড়ে ১১ শতাংশ পৌঁছেছে সেখানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬.৫ শতাংশ।
মুখ্যমন্ত্রীর অভিমত, কোভিড-১৯ সঙ্কট ও ঘূর্ণিঝড় আম্ফান দুর্যোগে রাজ্যে যে বিপর্যয় নেমে এসেছিল তা মোকাবিলার জন্য রাজ্য সরকার যে অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছিল তার কারণেই পশ্চিমবঙ্গে বেকারত্বের হার সার্বিক বেকারত্বের তুলনায় অনেক কম।
এদিন মমতা লেখেন ‘আমরা #কোভিড এবং আম্ফানের ফলে তৈরি হওয়া ধ্বংসযজ্ঞ মোকাবিলায় একটা শক্তিশালী অর্থনৈতিক কৌশল প্রয়োগ করেছি। তাতে দেখা গেছে যে, ২০২০ সালের জুন মাসে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার ৬.৫ শতাংশ যেখানে সিএমআইই অনুযায়ী গোটা দেশে এই হার শতকরা ১১ ভাগ। উত্তরপ্রদেশের বেকারত্বের হার ৯.৬ শতাংশ এবং হরিয়ানা ৩৩.৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার