১৭ এপ্রিল, ২০২১ ১৭:১০

দিদির বিদায় চূড়ান্ত, আর মাত্র কয়েকটা দিন : মোদি

অনলাইন ডেস্ক

দিদির বিদায় চূড়ান্ত, আর মাত্র কয়েকটা দিন : মোদি

নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জি (ফাইল ছবি)

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছেন, বাংলার মানুষ যেভাবে ভোট দিচ্ছে তা ঐতিহাসিক। প্রতিটি নির্বাচন ভয়ে কাটালেও এবার খুশি মনে ভোট দিচ্ছে সাধারণ মানুষ। ২ মে দিদির (তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি) বিদায় চূড়ান্ত হয়ে গেছে এবং তৃণমূলের সরকার আর মাত্র কয়েকটা দিন আছে।

পঞ্চম ধপা ভোটের দিন রাজ্যের আসানসোল ও গঙ্গারামপুরে দুটি জনসভায় যোগ দিয়ে আজ শনিবার এ সব কথা বলেন তিনি। মোদি আরও বলেন, আগামী ২ মে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং তখন থেকেই বাংলার আসল পরিবর্তন হবে। অনুপ্রবেশ রুখে দেওয়া হবে এবং জাতীয় বাণিজ্যের সঙ্গে বাংলাকে যুক্ত করা হবে।

দিদি (মমতা) কোনো দিন বাংলার উন্নতির জন্য চিন্তা করেননি দাবি করে তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুললেই দিদি কোনো জবাব দেন না। কেবল আমার নিন্দা করেন এবং বলেন আমাকে নাকি কান ধরে ওঠবোস করাবেন। তিনি এসব না বলে যদি তেলবাজদের কান মলে দিতেন, ভাইপোকে ওঠবোস করাতেন তাহলে আজ ওনার এই অবস্থা হতো না।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর