যুক্তরাজ্যে বাংলাদেশি এক ছাত্রীকে সাহায্য করার কথা বলে আটক রেখে ধর্ষণের দায়ে ফাস্টফুড চেইন ম্যাক ডোনাল্ডসের এক কর্মীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ব্র্যাডফোর্ডের ক্রাউন কোর্ট গতকাল এই রায় ঘোষণা করে বলে বিবিসি ও ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়। রায়ে বলা হয়, ৩০ বছর বয়সী আবদুল হানিফ অ্যাকাউন্টেন্সি পড়তে যুক্তরাজ্যে যাওয়া ওই শিক্ষার্থীকে প্রায় চার মাস যৌনদাসী হিসেবে আটকে রেখে মারধর করেন এবং জুয়ার দেনা শোধ করতে পতিতাবৃত্তিতে বাধ্য করার চেষ্টা করেন। ২৬ বছর বয়সী মেয়েটি ধর্ষিত হওয়ার আগে কুমারী ছিলেন বলেও আদালতের নথিতে উল্লেখ করা হয়। শুনানিতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে লন্ডনের একটি স্যান্ডউইচের দোকানে কাজ করার সময় ওই বাংলাদেশি তরুণীর সঙ্গে হানিফের পরিচয় হয়। মেয়েটি লন্ডনে তার থাকার জায়গার সমস্যার কথা বললে হানিফ তাকে ব্র্যাডফোর্ডে একটি বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এরপর মেয়েটিকে নিয়ে একটি ভাড়া বাসায় উঠে তার ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেন হানিফ। এর মধ্য দিয়ে তাকে কার্যত বন্দী করে ফেলা হয় এবং মেয়েটিকে প্রতিদিন জোর করে যৌন সম্পর্কে বাধ্য করেন হানিফ। বাইরে বের হওয়ার সময় তিনি বাসায় তালা দিয়ে মেয়েটিকে আটকে রেখে যেতেন। ওই তরুণী আলাদতকে বলেন, জুয়ায় আসক্ত হানিফ দেনা শোধের জন্য তাকে পতিতাবৃত্তিতে বাধ্য করারও চেষ্টা করেন। তাতে রাজি না হওয়ায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। স্টিফেন নেইলর নামে হানিফের এক সাবেক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারায় শেষ পর্যন্ত মেয়েটির মুক্তির সুযোগ হয়। শুনানি শেষে মাত্র ৯০ মিনিটের মধ্যে হানিফকে দোষী সাব্যস্ত করে সাজার আদেশ দেয় আদালত। বিচারক পিটার বেনসন সাজা ঘোষণা করে আসামির উদ্দেশে বলেন, ‘আপনার নির্যাতনের শিকার মেয়েটি পরিবার ছেড়ে লন্ডন শহরে এসে পায়ের নিচে মাটি খুঁজছিল। এখানে তার খুব বেশি বন্ধুও ছিল না।’
শিরোনাম
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণ
যুক্তরাজ্যে যুবকের ১৭ বছর জেল
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর