জলের পাখি ডাহুক। মাঝারি সাইজের এই পাখিটি খুব ভীরু বলেই কি এত সুন্দর? পুকুর, খাল, জলাভূমি, বিল, নদীর গোপন লুকানো জায়গা বসবাসের জন্য এদের খুব প্রিয়। কিন্তু দ্রুত নগর বিস্তৃতির সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে নদী-খাল-বিল, সেই সঙ্গে সুন্দর এই পাখি ডাহুক। ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলেছে ডাহুক নদী। নিসর্গের কবি জীবনানন্দ দাশ লিখেছেন- ‘মালঞ্চে পুষ্পিতা অবনতামুখী/ নিদাঘের রৌদ্রতাপে একা সে ডাহুকী/ বিজন তরুণ শাখে ডাকে ধীরে ধীরে/ বনচ্ছায়া- অন্তরালে তরল তিমিরে’। সেকালের চণ্ডীদাস থেকে একালের বাংলার কবি আল-মাহমুদের কবিতাতেও এই বর্ণিল পাখির কাব্যময় উপস্থিতি রয়েছে। ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি। সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায়। ডাহুক হারিয়ে গেলে ডাহুকী দিনরাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে। রাতে ডাহুকের ‘কোয়াক’ ‘কোয়াক’ ডাক শুনে সহজেই একে চিনতে পারা যায়। এই ডাক পুরুষ পাখির, যা বর্ষাকালে বেশি শোনা যায়। একটানা অনেকক্ষণ ডেকে শ্বাস নেয়। ডাহুক-এর স্ত্রী প্রতিশব্দ ডাহুকী। ডাহুকের লেজ ছোট, লেজের নিচের অংশ লালচে আভা সমৃদ্ধ। পিঠের রং ধূসর থেকে খয়েরি-কালো, মাথা ও বুক সাদা। পা লম্বা। ঠোঁট হলুদ, ঠোঁটের উপরে লাল রঙের একটি ছোট দাগ আছে।
দেহ কালচে। মুখমণ্ডল, গলা, বুক ও পেট সম্পূর্ণ সাদা। মাটিতে ঝোপের তলায় এরা বাসা বাঁধে। জুন থেকে সেপ্টেম্বর এদের প্রজননকাল। ৬-৭টি ডিম পাড়ে এরা। ডিমের রং ফিকে হলুদ বা গোলাপি মেশানো সাদা। ডাহুক-ডাহুকী দুজন মিলেই ডিমে তা দেয়। বাচ্চাদের রং সব সময় হয় কালো। জলজ পোকা-মাকড়, উদ্ভিদের কচি ডগা, শ্যাওলা এদের প্রিয় খাবার। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায। স্বভাবে এরা ক্রেপাসকুলার। ডাহুকের বৈজ্ঞানিক নাম Amaurornis phoenicurus. কোনো কোনো জায়গায় এদেরকে ডাইক, পান পায়রা, ধলাবুক ডাহুক নামে ডাকা হয়। সারা পৃথিবীতে প্রায় ৮৩ লাখ ৪০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে এদের আবাস। বাংলাদেশ বন্যপ্রাণী আইনে ডাহুক পাখিকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। মায়াবী ভালোবাসার বর্ণিল এই পাখিটি নির্দয় শিকারিদের অত্যাচার আর বসবাসের জায়গার অভাবে প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে।
শিরোনাম
- মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার
- স্কুলছাত্র-পর্যটক-রিসোর্টে মাদক সরবরাহকারী আটক
- ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
- আখাউড়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে আইন পাস
- প্রাক্তন স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ
- অনলাইনে ১৭ লাখের বেশি করদাতার রিটার্ন দাখিল
- ক্লিনিকে প্রসূতির মৃত্যু; সংবাদ প্রকাশের পর তদন্তে পিবিআই
- মসজিদের জমি উদ্ধার করল প্রশাসন
- পরমাণু প্রযুক্তি বোমা মেরে ধ্বংস করা সম্ভব নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- বগুড়ায় চুরি হওয়া গরু উদ্ধার, একজন গ্রেপ্তার
- খাগড়াছড়িতে দম্পতি হত্যার অভিযোগে একজনের যাবজ্জীবন
- ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
- ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু
- ভাঙ্গায় কুকুরের কামড়ে আহত অন্তত ২৫ জন
- নারায়ণগঞ্জে কদমরসুল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
- জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না: নাহিদ ইসলাম
- আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির
- সেলফি হতে পারে বিপদের কারণ!
- হাসিনাসহ ২৩ জনের হাজিরায় পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
প্রকৃতি
চিরবিরহী ডাহুক
সরকার হায়দার, পঞ্চগড়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর