সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা নিপীড়নের নিন্দায় যুক্তরাষ্ট্র কংগ্রেসে প্রস্তাব

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিপীড়নের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধিসভায় একটি প্রস্তাব উঠেছে। ওই প্রস্তাবে জাতিসংঘের সত্যানুসন্ধানী দলের প্রতিবেদন আমলে নেওয়ার পাশাপাশি মিয়ানমারে কারাবন্দী রয়টার্সের দুই সাংবাদিককে দেশটির প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় অনতিবিলম্বে মুক্তি দিতে স্টেট কাউন্সেলর অং সান সু চির প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকটি দেশ মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে। আজ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৩৯তম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ বিষয়ে জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ও সুপারিশ উত্থাপনের কথা রয়েছে।

সর্বশেষ খবর