নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গতকাল ভোরে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পের ৪৯১ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (২৫) ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। লাশ ফেরত পাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর ভারতীয় অংশে খলিলুর রহমান নিহত হওয়ার খবর আসে। দুপুর পর্যন্ত তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ৫১ সেক্টর ডিমলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের বালাপাড়া বিওপি ক্যাম্পের কো¤পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভারতের ভুজারীপাড়া সীমান্তের প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে খলিলুর রহমান নিহত হন। ঘটনার পর পরই খলিলুরের লাশ ফেরত আনতে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বলেন, ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে শুনেছি। কী কারণে ভারতে প্রবেশ করছিল সেটি জানা যায়নি।
শিরোনাম
- নারীদের লেখা ‘শরিয়াবিরোধী’ ১৪০ বইয়ে নিষেধাজ্ঞা তালেবানের
- প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি
- বিদেশি ঋণ ছাড়ালো ১১২ বিলিয়ন ডলার
- ড্রোন পরীক্ষা তদারকিতে এআই তৈরির নির্দেশ কিম জং উনের
- ট্রাম্পকে বহনকারী হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
- রাশফোর্ডের জোড়া গোলে উড়ন্ত শুরু বার্সেলোনার
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি আজ
- পশ্চিম তীর-জর্ডান সীমান্তে বন্দুকধারীর হামলায় ২ ইসরায়েলি নিহত
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর