শিরোনাম
বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। গতকাল ভোরে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পের ৪৯১ নম্বর মূল পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (২৫) ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খালপাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। লাশ ফেরত পাওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এরপর ভারতীয় অংশে খলিলুর রহমান নিহত হওয়ার খবর আসে। দুপুর পর্যন্ত তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ৫১ সেক্টর ডিমলা পশ্চিম ছাতনাই ইউনিয়নের বালাপাড়া বিওপি ক্যাম্পের কো¤পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভারতের ভুজারীপাড়া সীমান্তের প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে খলিলুর রহমান নিহত হন। ঘটনার পর পরই খলিলুরের লাশ ফেরত আনতে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন শেখ বলেন, ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া কেটে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে শুনেছি। কী কারণে ভারতে প্রবেশ করছিল সেটি জানা যায়নি।

সর্বশেষ খবর