বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সরকারের অ্যাকশন দেখতে চাই

-শফিউল ইসলাম মহিউদ্দিন

সরকারের অ্যাকশন দেখতে চাই

অতি দাহ্য কেমিক্যালের গুদাম পুরান ঢাকা থেকে সরাতে সরকারের কার্যকর অ্যাকশন দেখতে চান এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, ‘দায়িত্বশীল ভূমিকা সবার প্রয়োজন। জানমালের ক্ষতি কারও কাম্য নয়। পুরান ঢাকায় অপরিকল্পিত  নগরায়ণ দেখতে চাই না। সেখানে ব্যবসার প্রয়োজনে পণ্য থাকবে, দোকান থাকবে, কিন্তু দাহ্য কেমিক্যালের গুদাম সরাতে হবেই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এফবিসিসিআইর এই সভাপতি। তিনি বলেন, সরকার যে কেমিক্যাল পল্লী করতে যাচ্ছে, তা হতে আরও সময় লাগবে। তবে শিল্প মন্ত্রণালয়ে কেমিক্যাল পল্লী দ্রুত বাস্তবায়ন করতে হবে। অতি দাহ্য কেমিক্যালের গুদাম এই নগরীতে রাখা যাবে না। কারণ ব্যবসা ও শিল্প-কারখানার জন্য কেমিক্যালের প্রয়োজন আছে। কিন্তু এর চেয়েও বেশি প্রয়োজন মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করা। মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কেমিক্যাল গুদাম সরানোর বিকল্প নেই।এফবিসিসিআই সভাপতি বলেন, ‘পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সংশ্লিষ্টদের নজরদারি দেখতে চায় এফবিসিসিআই। এ ক্ষেত্রে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি আমরা। আমরা সরকারের একটি দৃশ্যমান অ্যাকশন দেখতে চাই। সরকারকে সময়ের প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত সহজভাবে নিতে হবে। কারণ আমরা যেমন ব্যবসার সুষ্ঠু পরিবেশ দেখতে চাই, তেমনি মানুষের বাঁচার নিরাপত্তাও চাই। আবার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিনিয়োগের নিরাপত্তার ক্ষেত্রেও কোনো আপস নেই।’

সর্বশেষ খবর