রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পয়লা বৈশাখে দিনের শুরুতে ভ্যাপসা গরম বিকালে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষের প্রথম দিন আজ। দিনের শুরুতে সারা দেশে আকাশ থাকবে মোটামুটি পরিষ্কার ও রোদ উজ্জ্বল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূত হবে। অর্থাৎ সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু বিকালে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। ফলে ঢাকাবাসী বৈশাখের প্রথম প্রহরের অনুষ্ঠানগুলোতে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারলেও বিকালে যারা ঘরের বাইরে থাকবেন ভোগান্তি এড়াতে তাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। জানতে চাইলে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রবিবার বাংলা বছরের প্রথম দিনে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে। এ সময় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে। ফলে সকালের দিকে ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে দুপুর গড়িয়ে বিকাল হতেই আকাশে মেঘ করতে পারে। এ সময় বজ্রপাতসহ ঝড়ো বৃষ্টির আশঙ্কা আছে। রাতের দিকের তাপমাত্রা দিনের তুলনায় কিছুটা কম অনুভূত হবে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার কয়েকটি এলাকার ওপর দিয়ে এবং ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর