ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হনুফা বেগমকে হত্যার দায়ে তার ছেলে মোবারককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম চমন চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতাকর্মী হনুফা বেগমকে তার ছেলে টাকার জন্য প্রায়ই মারধর করতেন। ২০০৭ সালের ২৪ আগস্ট তিনি মায়ের কাছে কিছু টাকা চান। হনুফা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন মোবারক। ঘটনার তিন দিন পর প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে হনুফার ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী হনুফা বেগমের ভাই আবদুর রশিদ ২০০৭ সালের ২৭ আগস্ট রাজধানীর হাজারীবাগ থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, মোবারক তার সহযোগীদের নিয়ে হনুফাকে গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করার পর বিছানার ওপর লাশ রেখে কাঁথা-বালিশ ও কাপড়চোপড় দিয়ে ঢেকে রেখে দরজায় তালা লাগিয়ে চলে যান। পরে ঘটনার তদন্ত শেষে ২০০৭ সালের ৪ নভেম্বর মোবারককে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন হাজারীবাগ থানার এসআই ফারুক ভূঁইয়া।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        