বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

থালাবাসন হাতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

খুলনায় বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। গতকাল পাটকল শ্রমিকরা নগরীর নতুন রাস্তা মোড়ে ও রেলপথে অবস্থান নেন। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এর আগে নিজ নিজ মিল গেট থেকে থালাবাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। একই সঙ্গে পাটশিল্পের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলায় পাটকল শ্রমিক, পাট চাষি ও দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় দলটি। মানববন্ধনে বক্তারা বলেন, শুধু খুলনা অঞ্চলের নয়টি পাটকল শ্রমিকদের ১২ সপ্তাহের মজুরি ও কর্মকর্তা কর্মচারীদের তিন-চার মাসের বকেয়া বেতন বাবদ পাওনা ৭৫ কোটি ১৪ লাখ টাকা। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, শ্রমিকরা রুজি-রুটির জন্য মিলে কাজ করেন। সপ্তাহ শেষে মজুরি দিয়ে সংসার পরিচালনা করেন। অথচ ১২ সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর