বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

লোহার খনির সন্ধান মিলল দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক

লোহার খনির সন্ধান মিলল দিনাজপুরে

দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। ওই উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) এ খনির সন্ধান পায়। গত দুই মাস ধরে কূপ খনন করে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করার পর গতকাল লোহারখনি পাওয়ার বিষয়টি  নিশ্চিত  করেন জিএসবির উপপরিচালক মোহাম্মদ মাসুম। জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নতমানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে। লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে। ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া যায়। তবে খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার। খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।  জানা গেছে, উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার পূর্বে ইসবপুর গ্রাম। ওই গ্রামের ৫০ শতক জমিতে খনিজ পদার্থের সন্ধানে কূপ খনন করে ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর।

সর্বশেষ খবর