রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলা ও মহানগর যুবদলের সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। মিছিলে কয়েক দফা বাধাদান ও নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ করেছেন দলটির নেতারা। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার মুক্তি ও যুবদলের কমিটি বাতিলের দাবিতে গতকাল বেলা ২টায় নগরের মিরাবাজার থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করার জন্য জড়ো হন। তবে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি নাইওরপুল এলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। বিএনপি নেতাদের দাবি, এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তার মধ্যে রয়েছেন- রিনুক আহমদ, মুহিবুর রহমান মুহিন, নুরুল আমিন, রনি আহমদ, সেলিম আহমদ, ইমন আহমদ, মুর্শেদ আলম, জুনেদ আহমদ, সাবের আহমদ। লাঠিচার্জের পর নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এর মধ্যেই নেতা-কর্মীর একটি গ্রুপ পুলিশি বাধা ও লাঠিচার্জ উপেক্ষা করে নয়াসড়ক পয়েন্টে গিয়ে সমাবেশ করে। সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্ব ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন রায়হান সভা পরিচালনা করেন। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মতিউল বারী খুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ প্রমুখ।

সর্বশেষ খবর