সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে ‘গোলাগুলিতে’ একজন নিহত এবং কিশোরসহ দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা হচ্ছেন এইচ ব্লকের ৬২৭নং শেডের ৮নং কক্ষের বাসিন্দা হাফেজ আহমদের ছেলে মো. রশিদ ওরফে ফয়সাল (১৩) ও ৬৭৭নং শেডের ১নং কক্ষের বাসিন্দা মৃত ছৈয়দ হোছন প্রকাশ লাল বুইজ্জার ছেলে শামসুল আমিন (৩২)। গোলাগুলি থেমে যাওয়ার পর রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে মৃত অবস্থায় এবং মো. রশিদ ও শামসুল আমিনকে গুলিবিদ্ধ আহতাবস্থায় উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান হতে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে ক্যাম্পের বাসিন্দারা ধারণা করছেন নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য হতে পারে। এলোপাতাড়ি গুলিবর্ষণে নিজেদের গুলিতে সে নিহত হয়ে থাকতে পারে।

সর্বশেষ খবর