সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাধ্য হয়ে কার্যালয়ে কর্মসূচি পালন করতে হচ্ছে

-মমতাজ, জেলা সভাপতি

বাধ্য হয়ে কার্যালয়ে কর্মসূচি পালন করতে হচ্ছে

২০১৮ সালের জানুয়ারিতে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের মৃত্যুর পর জেলা কমিটি অনেকটা অগোছালো হয়ে পড়ে। ২০১৯ সালের  ১৫ মে জেলা বিএনপির সহ-সভাপতি মমতাজ উদ্দীন ম লকে সভাপতি এবং নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। তবে এই জেলা কমিটি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে দলের একাধিক নেতা-কর্মীর। তাদের অভিযোগ, এক-এগারোর কুশীলবের সহযোগীদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এতে করে থানা, ইউনিয়ন, পৌর কমিটির ত্যাগী নেতারা দলীয় কমিটিতে কমই স্থান পেয়েছেন। তবে বেগম জিয়ার মুক্তির ব্যাপারে কোনো বড় আন্দোলন এলে তাতে সবাই এক কাতারে দাঁড়াবেন বলে জানান একাধিক নেতা-কর্মী। জেলা বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন ম ল জানান, কেন্দ্রের নির্দেশে দলকে শক্তিশালী করতে ওয়ার্ড ইউনিয়ন এবং থানা কমিটির কাজ চলছে। তবে আধিপত্য ধরে রাখতে বিএনপির একটি মহল প্রতিটি কমিটি গঠনকে বাধাগ্রস্ত করছে এবং কেন্দ্রে নালিশ দিচ্ছে। আর পুলিশের বাধার কারণে দলীয় কার্যালয় চত্বরে কর্মসূচি পালন করা হচ্ছে। তবে দলকে শক্তিশালী করে খালেদা জিয়ার মুক্তির ডাক দিলে সব বাধা অতিক্রম করে কর্মসূচি পালন করবে জয়পুরহাট বিএনপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর