মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

রংপুরে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল দুপুর ১টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোচালক লালমনিরহাট জেলার হামিদুল ইসলাম দুখু (৪৫), অটো যাত্রী ইসমেতারা বেগম (৪২) মারা যান। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। প্রত্যক্ষদর্শী, ফায়ারসার্ভিস ও রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে একটি খালি ইঞ্জিন বোনারপাড়া যাচ্ছিল। অন্নদানগর স্টেশনের কাছে রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে ৩০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোর দুজন নিহত হন। আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান। এর মধ্যে সুমি নামে এক মহিলার পরিচয় পাওয়া গেছে। রংপুর ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের লিডার নওশের আলী জানান, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযানে যাই। রমেক হাসপাতালের আবদুর রশিদ জানান, ট্রেন দুর্ঘটনার আমরা দুটি লাশ পেয়েছি। এর মধ্যে সুমি নামে এক মহিলার পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ খবর