মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনাকালে দুই আসনে আজ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। আগের রাতে সিল মারা ঠেকাতে এই দুই নির্বাচনে ভোটের দিন আজ সকালে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে। এই দুই উপনির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টিসহ কয়েকটি দলের প্রার্থী থাকলেও বিএনপি ভোটে না থাকার ঘোষণা দিয়েছে। যদিও ব্যালটে তাদের প্রতীক থাকছে। ইসির কর্মকর্তারা জানান, করোনাভাইরাসের কারণে ভোট গ্রহণের দিন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভোট কেন্দ্রে ভোটারদের জন্য থাকবে হান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা। ভোট গ্রহণ কর্মকর্তার জন্য থাকবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস। সেই সঙ্গে ভোটারের লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে কমিশন। সচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেক কেন্দ্রের সামনে ব্যানার থাকবে। কী করতে হবে নির্দেশনা থাকবে। এ ছাড়া কেন্দ্রে ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন, আবার ভোট দিয়ে হাত ধুয়ে বের হবেন। অন্যদিকে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরেও দুই দিন থাকবেন তারা। এ ছাড়া বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও যশোর-৬ (কেশবপুর) আসনে উপনির্বাচন উপলক্ষে ভোটের আগে ও পরে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটের দিন সব ধরনের যন্ত্রযান চলাচলও বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি আবদুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসনটি শূন্য হয়। সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসনটি ২১ জানুয়ারি শূন্য হয়। এরপর ২৯ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে শেষ মুহূর্তে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে গত ৪ জুলাই আবারও ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে কমিশন। বগুড়া-১ আসন : নিজস্ব প্রতিবেদক বগুড়া জানান, আসনটির উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান নৌকা), বিএনপির এ কে এম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)। অবশ্য বিএনপি প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনে মোট ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। যশোর-৬ আসন : এ আসনে বৈধ তিন প্রার্থী প্রতীক পেয়েছিলেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার (নৌকা), বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)। এ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

সর্বশেষ খবর