শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০ ০০:০০ টা
যশোর শিশু উন্নয়ন কেন্দ্র

আট কিশোরকে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় ওই কেন্দ্রে থাকা আট কিশোরকে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা যশোর চাঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রকিবুজ্জামান বলেন, আট কিশোরকে সাত দিন জিজ্ঞাসাবাদের জন্য যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও কিশোর আদালতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক টি এম আবু মুসা চার দিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে শিশু উন্নয়ন কেন্দ্রের ভিতরেই কোনো একটি কক্ষে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্মম পিটুনিতে সেখানে বন্দী তিন কিশোর নিহত হয়। এ ঘটনায় নিহত কিশোর রাব্বির  পিতা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় আট কিশোরকে আদালতের মাধ্যমে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। এ মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে কারাগারে আছেন।

সর্বশেষ খবর