আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল থেকে নাম না এলে দলের মনোনয়ন ফরম নিতে পারবেন না সম্ভাব্য প্রার্থীরা। তৃণমূল থেকে মনোনয়নপ্রত্যাশীদের পাঠানো নাম ছাড়া অন্য কাউকে মনোনয়ন ফরম দেওয়া হবে না। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ের নোটিস বোর্ডে এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দলের উপদফতর সম্পাদক সায়েম খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দলের গঠনতন্ত্রেই বলা আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চাইলে বর্ধিত সভা করে একক প্রার্থীর নাম পাঠাতে হবে। কোনো কারণে মতপার্থক্য দেখা দিলে তিন বা একাধিক প্রার্থীর নামও পাঠাতে পারবে। এ ক্ষেত্রে একাধিক তালিকাও আসতে পারে। তৃণমূল থেকে নাম না এলে কাউকেই মনোনয়নপত্র দেওয়া হবে না।’ গত দুই দিন ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলছে। রবিবার পর্যন্ত চলবে। চার জেলা, নয় উপজেলা ও ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা এ মনোনয়নপত্র কিনতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আসছেন। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতেই বেশি প্রার্থী ভিড় করছেন বলে জানা গেছে। সে কারণে ভিড় এড়াতেই দলীয় মনোনয়ন ফরম বিতরণে কড়াকড়ি আনছে আওয়ামী লীগ। বিগত সময়ে এমন নিয়ম থাকলেও তা ফলো করা হয়নি। এ ছাড়া একটি ইউনিয়নে তিনজনের অধিক প্রার্থী থাকলে মনোনয়ন দিতে হিমশিম খেতে হয় দলের নীতিনির্ধারকদের। সে কারণেই কড়াকড়ি বলে জানা গেছে। এক সূত্র জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগ একটি বর্ধিত সভা করে। সেখানে মতামতের ভিত্তিতে একক বা একাধিক প্রার্থীর একটি তালিকা তৈরি করা হয়। সে তালিকা রেজুলেশন আকারে থানা বা উপজেলা কমিটির কাছে জমা দেওয়া হয়। উপজেলা বা থানার সভাপতি ও সাধারণ সম্পাদক ওই কমিটিতে নিজেদের মতামত দিয়ে তা জেলা কমিটির কাছে পাঠান। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মতামত যুক্ত করে এক বা একাধিক প্রার্থীর তালিকা রেজুলেশন আকারে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। এ রেজুলেশনে যাদের নাম থাকবে কেবল তাদেরই দলীয় মনোনয়ন ফরম দেবে আওয়ামী লীগ। ওই তালিকায় নাম না থাকলে কেউই মনোনয়ন ফরম কিনতে পারবেন না।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
ইউনিয়ন পরিষদে ফরম বিতরণে কড়াকড়ি আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর