আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল থেকে নাম না এলে দলের মনোনয়ন ফরম নিতে পারবেন না সম্ভাব্য প্রার্থীরা। তৃণমূল থেকে মনোনয়নপ্রত্যাশীদের পাঠানো নাম ছাড়া অন্য কাউকে মনোনয়ন ফরম দেওয়া হবে না। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ের নোটিস বোর্ডে এ বিষয়ে নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দলের উপদফতর সম্পাদক সায়েম খান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের দলের গঠনতন্ত্রেই বলা আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চাইলে বর্ধিত সভা করে একক প্রার্থীর নাম পাঠাতে হবে। কোনো কারণে মতপার্থক্য দেখা দিলে তিন বা একাধিক প্রার্থীর নামও পাঠাতে পারবে। এ ক্ষেত্রে একাধিক তালিকাও আসতে পারে। তৃণমূল থেকে নাম না এলে কাউকেই মনোনয়নপত্র দেওয়া হবে না।’ গত দুই দিন ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ চলছে। রবিবার পর্যন্ত চলবে। চার জেলা, নয় উপজেলা ও ৬১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা এ মনোনয়নপত্র কিনতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আসছেন। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতেই বেশি প্রার্থী ভিড় করছেন বলে জানা গেছে। সে কারণে ভিড় এড়াতেই দলীয় মনোনয়ন ফরম বিতরণে কড়াকড়ি আনছে আওয়ামী লীগ। বিগত সময়ে এমন নিয়ম থাকলেও তা ফলো করা হয়নি। এ ছাড়া একটি ইউনিয়নে তিনজনের অধিক প্রার্থী থাকলে মনোনয়ন দিতে হিমশিম খেতে হয় দলের নীতিনির্ধারকদের। সে কারণেই কড়াকড়ি বলে জানা গেছে। এক সূত্র জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগ একটি বর্ধিত সভা করে। সেখানে মতামতের ভিত্তিতে একক বা একাধিক প্রার্থীর একটি তালিকা তৈরি করা হয়। সে তালিকা রেজুলেশন আকারে থানা বা উপজেলা কমিটির কাছে জমা দেওয়া হয়। উপজেলা বা থানার সভাপতি ও সাধারণ সম্পাদক ওই কমিটিতে নিজেদের মতামত দিয়ে তা জেলা কমিটির কাছে পাঠান। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের মতামত যুক্ত করে এক বা একাধিক প্রার্থীর তালিকা রেজুলেশন আকারে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। এ রেজুলেশনে যাদের নাম থাকবে কেবল তাদেরই দলীয় মনোনয়ন ফরম দেবে আওয়ামী লীগ। ওই তালিকায় নাম না থাকলে কেউই মনোনয়ন ফরম কিনতে পারবেন না।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদে ফরম বিতরণে কড়াকড়ি আওয়ামী লীগের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর