শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কৃষি

সবুজে ভরে গেছে আমন ধানের মাঠ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

সবুজে ভরে গেছে আমন ধানের মাঠ

করোনায় সবকিছুতে ব্যাঘাত ঘটলেও দিনাজপুর অঞ্চলের কৃষকরা সময়মতোই আমন রোপণ করেছেন। ‘ধানের জেলা’ বলে খ্যাত দিনাজপুরের ফসলের মাঠ এখন ভরে উঠেছে গাঢ় সবুজে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর এ জেলায় ২ লাখ ৬০ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও, চাষ হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩৪৩ হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তা আবদুস সামাদ জানান, চাষিদের আমন  বোনা  শেষ হয়েছে। এই ধান আগামী কার্তিক মাসের দিকে কাটা শুরু হবে। কয়েকজন কৃষক জানান, সুগন্ধি জাতের ধানের বাজার চাহিদা ও দাম বেশি থাকায় তারা কাটারি জাতের ধান বেশি চাষ করেন। প্রাকৃতিক দুর্যোগের শিকার না হলে আসছে হেমন্তে নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা। এমন প্রত্যাশা আমন চাষিদের। ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, ফুলবাড়ীতে সরু সুগন্ধি (কাটারি) ব্রি-৩৪, ব্রি ৫১ ও ৫২ জাতের ধান চাষ হয়েছে বেশি। হাইব্রিড ও উপসী জাতের ধানও চাষ হয়েছে। ফলন যাতে ভালো হয়, সেজন্য তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর