মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের বেলকনি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে নির্মাণাধীন একটি দশতলা ভবনের বেলকনি ধসে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- উসমান (২৩) ইনসান (২২) ও শফিকুল ইসলাম (২২)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, বিল্ডিং কোড না মেনে বাঁশের মাচা বানিয়ে নির্মাণকাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, এ ঘটনায় কারও দায় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত শফিকুলের বড় ভাই মশিউর রহমান দুলাল জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আটরশিয়ায়। দেড় বছরের একমাত্র মেয়ে রিয়াসহ তার স্ত্রী গ্রামে থাকে। রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করতেন শফিকুল। উসমানের বাড়ি একই থানার মিরাটলীতে এবং ইনসানের বাড়ি একই জেলার সদর থানার দক্ষিণ কৃষ্ণনামে। তিনজনই ধানমন্ডির ওই ভবনে থাকতেন। যুবকের লাশ : গতকাল সকালে গুলশান লেক থেকে ভাসমান অবস্থায় মাহফুজ জামাল ভূঁইয়া ওরফে ফয়সাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বড় ভাই হাসানুজ্জামান জানান, ‘গত ২৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সে মাঝে মধ্যে রাতে দেরি করে বাসায় ফিরত, সে কারণে বকাঝকা দেওয়া হয়েছিল। তবে বাসা থেকে বের হলেও কখনো এভাবে দুই-তিন দিন বাসার বাইরে থাকেনি।’ পেশায় তিনি একটি মোটর পার্টসের দোকানের ম্যানেজার ছিলেন। গুলশান থানার এসআই মো. মশিউর রহমান জানান, গতকাল সকালে গুলশান ১২৮ নম্বর রোডের শেষ মাথায় লেক থেকে ভাসমান অবস্থায় ফয়সালের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সর্বশেষ খবর