সুজন-সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার ওপর মানুষের আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের যে ধরনের ভূমিকা পালন করার কথা- ‘যে কোনো মানুষ কোনো বাধা-বিপত্তি ছাড়াই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন।’ কিন্তু নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে পারেনি। ভোটের ওপর যে আস্থাহীনতা, তা মূলত নির্বাচন কমিশনের ওপর আস্থাহীনতা। এজন্যই মানুষ ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে না। সদ্যসমাপ্ত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মাত্র ১০ দশমিক ৪৩ শতাংশ ভোটার উপস্থিতি ও ভোটের প্রতি মানুষের অনাগ্রহের বিষয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশের মানুষ ভোটপাগল। কিন্তু এমন অবস্থা হয়েছে যে, মানুষ ভোট দিতে গিয়ে ভোট দিতে পারবে না। ভোট দিলেও সঠিকভাবে গণনা হবে না। ভোট দিলেও কিছু আসে যায় না। এমন সন্দেহ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন নির্বাচনব্যবস্থা ধ্বংস করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। তারা আইন প্রণয়নের মাধ্যমে নিজেদের স্থায়ীভাবে পঙ্গু করতে চাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমান কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কমিশনের বিভিন্ন কার্যক্রমে আমরা নাগরিক হিসেবে উদ্বিগ্ন বোধ করছি। সবচেয়ে পরিতাপের বিষয় হলো, যে কাজে তাদের নিবিষ্ট থাকা দরকার আরপিওসহ বিদ্যমান নির্বাচনী আইনগুলোর সঠিক ও কঠোর প্রয়োগ না করে কমিশন যেন অকাজে ব্যস্ত হয়ে পড়েছে। বিগত রকিবউদ্দীন কমিশন থেকে শুরু করে যে পরিবর্তন হয়েছে তার দুটি দিক আছে। একটি হচ্ছে নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার প্রচেষ্টা। আরেকটি হচ্ছে কমিশনকে দুর্বল করার প্রচেষ্টা। উল্লেখ, সদ্যসমাপ্ত ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ। নওগাঁয় ভোট পড়েছে ৩৬ দশমিক ৪ শতাংশ। গত মার্চে ঢাকা-১০ আসনের নির্বাচনে ভোট পড়েছিল ৫ দশমিক ২৮ শতাংশ।
শিরোনাম
- এনআইডি ও ভোটার তালিকা নিয়ে ইসির সভা আজ
- অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!
- ঐতিহাসিক সফরে আমেরিকায় গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
- ঢাকার নতুন জেলা প্রশাসক শফিউল আলম
- খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, এমন দেশ থেকে আমদানিনির্ভরতা কমবে : প্রেস সচিব
- পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
আস্থাহীনতায় ভোট দিতে যাচ্ছে না মানুষ
-বদিউল আলম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর