রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি এবং ডেমরায় একটি প্রেস কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। তবে পৃথক এই দুই আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, গতকাল বেলা ৩টার দিকে বনানী টিঅ্যান্ডটি কলোনির পাশে আনসার ক্যাম্প-সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ৪টি ইউনিটের সহযোগিতায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকাল ৪টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুনে ৮টি কাঁচাপাকা টিনশেড ঘর পুড়ে গেছে।
ডিউটি অফিসার এরশাদ হোসেন আরও জানান, গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডেমরা রোডের কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি প্রেস কারখানার গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারখানাটির টিনশেড ঘর পুড়ে গেলেও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।