বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

করোনায় ২৪ ঘণ্টায় সব মৃত্যু পুরুষের

শনাক্ত ৬৫৬, মৃত্যু ৮

নিজস্ব প্রতিবেদক

করোনায় ২৪ ঘণ্টায় সব মৃত্যু পুরুষের

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় কোনো নারীর মৃত্যু হয়নি। তবে আটজন পুরুষ মারা গেছেন এই সময়ে। এ নিয়ে গতকাল পর্যন্ত করোনা সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫০ জনের। এর মধ্যে ৬ হাজার ২৬ জনই পুরুষ, যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৮০ শতাংশ।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ, যা আগের দিনের চেয়ে দশমিক ৩৯ শতাংশ কম। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৬১৭ জন ও মারা গেছেন ৮ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন ও মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৫০ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে সাতজন ঢাকা ও একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। অন্য কোনো বিভাগ থেকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংবাদ আসেনি। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে পাঁচজন ষাটোর্ধ্ব, একজন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের  মধ্যে। এদিকে সুস্থ ও মৃত রোগী বাদে দেশে বর্তমানে শনাক্ত হওয়া সক্রিয় করোনা রোগী রয়েছে ৪৭ হাজার ২৬৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন মাত্র ২ হাজার ১২৭ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর মোট ৫৯৮টি আইসিইউর মধ্যে গতকাল খালি ছিল ৩৭২টি।

সর্বশেষ খবর