সিলেট শহরতলির শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকা থেকে নাইম আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বুকসহ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নাইম আহমদ (২২) শাহপরান থানাধীন পাঁচঘরি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার মোহাম্মদপুরে নানাবাড়িতে থাকতেন। তার পরিবারের সদস্যদের অভিযোগ বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে তাকে খুন করেছে। গতকাল বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত নাইমের মামা আলাউদ্দিন জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে নাইমকে ডেকে নেয়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাতে তার লাশ বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের কাছে একটি লেকের পাড়ে পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিল কি-না এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েক দিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না। নাইমের বোন রুজি বেগম জানান, নাইমের বন্ধু সবুজ ও রাব্বি তাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। তাদের ফোনের তাড়ায় আমার ভাই ভাত না খেয়েই বেরিয়ে যায়। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়। এদিকে, নিহত নাইম আহমদের হাতে এক মেয়ের নাম লেখা পাওয়া গেছে। ওই মেয়ের সঙ্গে নাইমের কী সম্পর্ক ছিল, হত্যাকান্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি-না তাও তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে নাইমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।
শিরোনাম
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার