সিলেট শহরতলির শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকা থেকে নাইম আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বুকসহ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নাইম আহমদ (২২) শাহপরান থানাধীন পাঁচঘরি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার মোহাম্মদপুরে নানাবাড়িতে থাকতেন। তার পরিবারের সদস্যদের অভিযোগ বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে তাকে খুন করেছে। গতকাল বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত নাইমের মামা আলাউদ্দিন জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে নাইমকে ডেকে নেয়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাতে তার লাশ বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের কাছে একটি লেকের পাড়ে পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিল কি-না এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েক দিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না। নাইমের বোন রুজি বেগম জানান, নাইমের বন্ধু সবুজ ও রাব্বি তাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। তাদের ফোনের তাড়ায় আমার ভাই ভাত না খেয়েই বেরিয়ে যায়। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়। এদিকে, নিহত নাইম আহমদের হাতে এক মেয়ের নাম লেখা পাওয়া গেছে। ওই মেয়ের সঙ্গে নাইমের কী সম্পর্ক ছিল, হত্যাকান্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি-না তাও তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে নাইমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল