সিলেট শহরতলির শাহপরান থানাধীন খাদিম বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামার এলাকা থেকে নাইম আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বুকসহ তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। নাইম আহমদ (২২) শাহপরান থানাধীন পাঁচঘরি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার মোহাম্মদপুরে নানাবাড়িতে থাকতেন। তার পরিবারের সদস্যদের অভিযোগ বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে তাকে খুন করেছে। গতকাল বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত নাইমের মামা আলাউদ্দিন জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে বন্ধুরা ফোনে জন্মদিনের পার্টির কথা বলে নাইমকে ডেকে নেয়। এরপর সে আর বাসায় ফেরেনি। রাতে তার লাশ বিআইডিসি এলাকার কৃষি গবেষণা খামারের কাছে একটি লেকের পাড়ে পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে কোনো বিরোধ ছিল কি-না এমন প্রশ্নের জবাবে আলাউদ্দিন বলেন, কয়েক দিন আগে শুনেছিলাম বন্ধুদের সঙ্গে নাইমের কী নিয়ে একটা ঝামেলা হয়েছে। তবে কী বিষয়ে সেটি জানি না। নাইমের বোন রুজি বেগম জানান, নাইমের বন্ধু সবুজ ও রাব্বি তাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে। তাদের ফোনের তাড়ায় আমার ভাই ভাত না খেয়েই বেরিয়ে যায়। তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়। এদিকে, নিহত নাইম আহমদের হাতে এক মেয়ের নাম লেখা পাওয়া গেছে। ওই মেয়ের সঙ্গে নাইমের কী সম্পর্ক ছিল, হত্যাকান্ডের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি-না তাও তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে নাইমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
সিলেটে জন্মদিনের পার্টির কথা বলে নিয়ে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর