শিরোনাম
সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বাড়ছে শিক্ষিত অপরাধী

বদলে যাচ্ছে অপরাধের ধরন, শিকার নারী ও কম বয়সীরা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে বাড়ছে শিক্ষিত অপরাধী

প্রযুক্তির সঙ্গে বদলে যাচ্ছে অপরাধের ধরন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সংঘটিত অপরাধের সিংহভাগ প্রতারণা, যার শিকার হচ্ছে নারী ও কম বয়সীরা। এসব ঘটনার নেপথ্য হোতারা উচ্চশিক্ষিত ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন।

তথ্যপ্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের সঙ্গে বেড়েছে সাইবার ক্রাইম। দেশের যতগুলো সাইবার ক্রাইম হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেইল ও সোশ্যাল মিডিয়ার আইডি হ্যাক করে ব্ল্যাকমেইলিং এবং মোবাইল ব্যাংকিং প্রতারণা। সাইবার ক্রাইম রোধ করতে সাইবার সিকিউরিটি জোরদার করতে হবে।’

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ‘প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি অভিযোগ আসে আমাদের কাছে, যার মধ্যে উল্লেখযোগ্য প্রযুক্তিনির্ভর প্রতারণা। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।’

জানা যায়, প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে চট্টগ্রামে বাড়ছে অপরাধের ধরন ও প্রকৃতি। গত কয়েক বছরে গাণিতিক হারে বাড়ছে সাইবার ক্রাইম। সিংহভাগ অপরাধের ধরন হচ্ছে প্রতারণার। এসব ঘটনার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও মেইল আইডি হ্যাক করে টাকা আদায়ের প্রচেষ্টা এবং মোবাইলিং ব্যাংকিং প্রতারণা। এসব ঘটনার অন্যতম শিকার হচ্ছেন নারী ও অবস্থাসম্পন্ন ব্যক্তি। আবার কিছু ঘটনায় নেপথ্য হিসেবে থাকছেন নারীরা। ঘটনার নেপথ্য হোতারা উচ্চশিক্ষিত, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন। ৬ ফেব্রুয়ারি এক তরুণীকে মডেলিংয়ের প্রস্তাব দিয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ১২ জানুয়ারি নোয়াখালীর চাটখিলের এক বিকাশ এজেন্টের নম্বর হ্যাক করে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরী থেকে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। ৪ জানুয়ারি সুন্দরী নারী দিয়ে ‘লিফ প্রতারণা’ করে এমন চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নগরীর পাহাড়তলী থানা পুলিশ। ই-কমার্সভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোবাইল ও ল্যাপটপ কিনে জাল টাকা দেয় এমন এক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। গত ২৮ ডিসেম্বর তাদের গ্রেফতার করা হয়। ২৩ ডিসেম্বর নগরীর এনায়েদ বাজার এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার সময় এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। চট্টগ্রাম বন্দর থেকে কম টাকায় দামি গাড়ি বের করে দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় প্রতারককে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১৯ নভেম্বর চট্টগ্রাম ও আশপাশের জেলায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ২৫ জুন তিনজনকে গ্রেফতার করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ।

সর্বশেষ খবর