বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

রাজধানীর বাড্ডায় ব্যবসায়ীর গলিত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা থেকে জহিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৩টায় পশ্চিম মেরুল বাড্ডার ১৯ নম্বর সাত তলা বাসা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তিনি ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা করতেন। পুলিশের ধারণা, কয়েকদিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

গতকাল ঢামেক সূত্র জানায়, জহিরুলের স্ত্রী বিদেশে থাকেন। গত বছর লকডাউনের পর থেকে জহিরুল অফিসেই থাকতেন। ধারণা করা হচ্ছে গত ৩১ মার্চ সকাল ৮টার পর যে কোনো সময় জহিরুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বাড্ডা থানার এসআই মোহাম্মদ রাকিবুল আলম জানান, খবর পেয়ে পশ্চিম মেরুল বাড্ডার একটি বাসার সাততলা থেকে ঝুলন্ত অবস্থায় 

লাশটি উদ্ধার করা হয়।

এ সময় লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশটি পচে-গলে গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ খবর