ভোক্তা পর্যায়ে বেসরকারি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৭৫ আর সরকারি এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা ঘোষণা করা হয়েছে। অটো গ্যাসের লিটারপ্রতি ৪৭.৯২ টাকা দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ দর গতকাল থেকেই কার্যকর হয়েছে। এলপিজি আমদানিকারকরা বলছেন, এলপিজি খাতে ৩২ হাজার কোটি টাকার যে বিনিয়োগ রয়েছে এ বিষয়টি পুরোপুরি দেখা হয়নি। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাম নির্ধারণের এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহী, বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব রুবিনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। প্রতি মাসের শুরুতে যখন সৌদি সিপির দাম পরিবর্তন হবে তখন কমিশন এলপিজির দাম পরিবর্তনের বিষয়ে নতুন করে আদেশ দেবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রতি মাসে সৌদি আরামকো তাদের মূল্য সংশোধন করে। আরামকোর সঙ্গে মিল রেখে প্রয়োজন হলে বাংলাদেশেও মাসে মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ হবে। মাসের নির্ধারিত সময়ে বিইআরসি তা জানিয়ে দেবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বেসরকারি এলপিজি মজুদ ও বোতলজাতকরণ কোম্পানিগুলো ভোক্তা পর্যায়ে মূসক ছাড়া প্রতি কেজি ৭৬ টাকা ১২ পয়সা, মূসকসহ ৮১ টাকা ৩০ পয়সা পুনর্নির্ধারণ করেছে। সে হিসাবে ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজির বোতলের মূল্য হবে মূসকসহ ৯৭৫ টাকা।’ অটো গ্যাসের আদেশে বলা হয়েছে, মার্চের সৌদি সিপি অনুযায়ী যথাক্রমে প্রোপেন বিউটেন দর ৬২৫ ও ৫৯৫ ডলার। ৮৪.৮০ টাকা ডলার মূল্য বিবেচনায় অটো গ্যাসের ভিত্তিমূল্য (লিটার) ২৮.৫২ টাকা, এর সঙ্গে জাহাজ ভাড়া ৪.৪৮, অন্যান্য চার্জ .৩০, মজুদকরণ চার্জ ২.৬৩, মূসক ২.৭৪, পরিবহন চার্জ ১.২৫ ও স্টেশন চার্জ ৮ টাকা বিবেচনায় ৪৭.৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এলপিজির নতুন এ মূল্যহার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে বিইআরসি। এলপিজির দাম নির্ধারণের বিষয়টি এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো কীভাবে দেখছে- এ বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা এলপি গ্যাস কোম্পানির হেড অব ডিভিশন (সেলস) প্রকৌশলী জাকারিয়া জালাল বলেন, ‘এটি যেহেতু সরকারি সিদ্ধান্ত তাই এ সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। তাই এ সিদ্ধান্ত আমাদের মানতে হবে। কিন্তু এলপিজি খাতে ৩২ হাজার কোটি টাকার যে বিনিয়োগ রয়েছে এ বিষয়টি পুরোপুরি দেখা হয়নি। এ বিষয়টির জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কমিশনকে লিখিতভাবে অনুরোধ জানাব। পরে এলপিজির দাম নির্ধারণের সঙ্গে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়।’
শিরোনাম
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর