রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিনাশর্তে ২ শতাংশ সুদে ঋণ চাই

সেলিমা আহমাদ এমপি

বিনাশর্তে ২ শতাংশ সুদে ঋণ চাই

আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে তৃণমূলের নারী উদ্যোক্তাদের জন্য বিনা শর্তে ২ শতাংশ সুদে ঋণসুবিধা চেয়েছেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) সভাপতি সেলিমা আহমাদ এমপি। তিনি বলেছেন, মহামারী করোনাভাইরাসের প্রভাবে স্থানীয় নারী উদ্যোক্তাদের ব্যবসায় বিপর্যয় নেমেছে। এ সংকট থেকে উত্তরণে বাজেটে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা জরুরি। এ তহবিলের ১০০ কোটি টাকা ২ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের জন্য বিনা শর্তে ঋণ দিতে হবে। বাকি ১০০ কোটি টাকা দিতে হবে তৃণমূলের নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিডব্লিউসিসিআই সভাপতি সেলিমা আহমাদ। তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের কারণে সমগ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, বিশেষত নারী উদ্যোক্তারা ব্যবসার ক্ষেত্রে কঠিন সময় অতিবাহিত করছেন। এ অবস্থায় বিডব্লিউসিসিআই নারী উদ্যোক্তাদের সঙ্গে তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করেই সরকারের কাছে আসছে বাজেটে প্রস্তাবনা দিয়েছে।

ওই বাজেট প্রস্তাবনা তুলে ধরে তিনি বলেন, ‘নারী উদ্যোক্তা উন্নয়নে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত তৃণমূলের ক্ষুদ্র ও মাঝারি খাতের নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ চাই। এর সঙ্গে সেবা খাতে, বিশেষত বুটিক, বিউটি পারলার ও ক্যাটারিং, রেস্টুরেন্ট ও খাবারের দোকান, খাদ্যের ব্যবসায় জড়িত নারী উদ্যোক্তাদের জন্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হোক। নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা সাড়ে ৩ লাখ টাকার পরিবর্তে ৪ লাখ টাকা নির্ধারণ করা হোক।’

সেলিমা আহমাদ বাজেট প্রস্তাব তুলে ধরে বলেন, ‘করোনা পরিস্থিতির প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ব্যবসা পুনরায় শুরুর পর থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত ভ্যাট ও কর মওকুফ করা হোক। নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম তিন বছর কর ও ভ্যাট মওকুফ করতে হবে। ব্যবসার নতুন ট্রেড লাইসেন্স তৈরি ও নবায়নের ফি ৫০ শতাংশ কমাতে হবে। কভিড-১৯ মহামারীর কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা প্যাকেজের বাইরে আসছে অর্থবছরে ৪ শতাংশ সুদে জামানতবিহীন ব্যাংক ঋণ দিতে হবে। এই ঋণের জন্য ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা চাই।’

বিডব্লিউসিসিআই সভাপতি বলেন, ‘করোনা সংকট মোকাবিলায় সরকার ঘোষিত বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ২০২১-২০২২ অর্থবছরও চলমান রাখা এবং নারী উদ্যোক্তাদের জন্য এই প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ ঋণ বরাদ্দ রাখা উচিত। নারী উদ্যোক্তাদের আমদানি হওয়া মেশিনারিজ ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহের নিজস্ব উদ্যোগে আমদানি হওয়া সব ধরনের যন্ত্রাংশের ওপর আরোপিত আমদানি শুল্ককর কমাতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর