শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

হাতিয়ায় নির্বাচনের প্রার্থীকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রবীন্দ্র চন্দ্র দাস (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চরঈশ্বর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য এবং আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে একই পদে প্রার্থী ছিলেন। বাংলাবাজার এলাকার স্বতিষ চন্দ্র দাসের ছেলে তিনি। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলাবাজার থেকে বাড়ি ফেরার পথে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা তাকে সড়কের ওপর কুপিয়ে হত্যা করে।

নিহত রবীন্দ্র চন্দ্র দাস হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র রাখাসহ ২৮টির মতো মামলা রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে বাংলাবাজার থেকে তিনটি মোটরসাইকেলযোগে রবীন্দ্র চন্দ্র দাসসহ সাতজন একসঙ্গে উপজেলা সদর ওছখালীতে বাসায় ফিরছিলেন। পথে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় রবীন্দ্রকে রেখে বাকিরা চলে যায়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং হাতের কবজি কর্তন করে সড়কের ওপর ফেলে রেখে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আমজাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবীন্দ্র চন্দ্র দাস  যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক আশরাফ উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি। ২০১৭ সালের ৩০ মার্চ হাতিয়ার আফাজিয়া বাজারে রবীন্দ্র চন্দ্র দাস ও তার সহযোগীদের ছোড়া গুলিতে আহত আশরাফ উদ্দিন ঘটনার ১০ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দায়ের করা মামলায় কয়েক মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হন তিনি। নিহত যুবলীগ নেতা আশরাফ উদ্দিনের এক ভাই হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ। আরেক ভাই আলাউদ্দিন আহম্মেদ আজাদ চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

সর্বশেষ খবর