মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনা ও বন্দর সংকটে পিছিয়েছি

আবদুস সালাম মুর্শেদী

করোনা ও বন্দর সংকটে পিছিয়েছি

মহামারী করোনাভাইরাসের প্রভাব ও গভীর সমুদ্রবন্দরের অভাব এবং চট্টগ্রাম বন্দরে কনটেইনার জটিলতার কারণে তৈরি পোশাকশিল্পের প্রতিযোগী ভিয়েতনামের পেছনে বাংলাদেশ পড়েছে বলে মনে করেন বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি। পোশাকশিল্প মালিকদের এই নেতা বলেন,  করোনার কারণে অনেক দিন রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ ছিল। আবার দ্বিপক্ষীয় বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের অনেকেই চীন থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছেন। সরে আসা এসব ক্রয়াদেশের বড় অংশ গেছে ভিয়েতনামে। কারণ, বেশি দামের বৈচিত্র্যপূর্ণ পোশাক তৈরির সক্ষমতা কেবল ভিয়েতনামেরই রয়েছে। গত বছর ভিয়েতনামের রপ্তানি মাত্র ৭ শতাংশ কমেছে। আর বাংলাদেশের কমেছে ১৫ শতাংশের মতো।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি। তিনি বলেছেন, করোনার কারণে গত বছর বাংলাদেশের পোশাক কারখানাভেদে তিন থেকে চার সপ্তাহ বন্ধ ছিল। সে কারণে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সমস্যায় পড়েনি ভিয়েতনামের উদ্যোক্তারা। তবে চলতি বছর আবার ঘুরে দাঁড়ানোর আশা পোশাকশিল্পের উদ্যোক্তাদের। এদিকে করোনা চলে যাওয়ার পর নতুন বিপদ অপেক্ষা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক বছরের মধ্যেই স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। তখন একে একে শুল্কমুক্ত সুবিধা যেতে থাকবে। অন্যদিকে গত বছর ভিয়েতনাম ইইউর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করেছে। ফলে ইইউর বড় বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে, যদি না বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পায়। তিনি বলেন, পোশাক পণ্য রপ্তানির বিশ্ববাজার এখন খোলা। বাংলাদেশের প্রধান রপ্তানি ইউরোপ-আমেরিকার বাজার সচল। এমন সময়ে বাংলাদেশে পোশাক কারখানার ক্রেতাদের ক্রয়াদেশ বাতিল হওয়ার পাশাপাশি গভীর ক্ষত সৃষ্টি হবে রপ্তানি বাণিজ্যে। করোনার প্রথম ধাক্কায় ব্যাপকহারে ক্রয়াদেশ বাতিল হয়েছে। সেই ভয়াবহ পরিস্থিতি আমরা সবাই জানি। কারণ, সেই সময় পুরো বিশ্ব করোনার আঘাতে স্তিমিত ছিল। কিন্তু এখন বিশ্ববাজার খোলা। করোনাকালে প্রণোদনায় ঘুরে দাঁড়িয়েছে পোশাকশিল্প। মালিকরা আগামী বছরের জন্য অনেক কাজের অর্ডার পাওয়ার আশা করছেন। অসংখ্য ক্রেতা তাদের অর্ডারগুলো অন্য দেশ থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসছেন।

সর্বশেষ খবর