শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিতর্কিতদের মনোনয়নে তৃণমূলে অসন্তোষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অনেক প্রার্থীকে নিয়ে প্রশ্ন

রফিকুল ইসলাম রনি

বিতর্কিতদের মনোনয়নে তৃণমূলে অসন্তোষ

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেশ কিছু হাইব্রিড-বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এদের মধ্যে রাজাকারের পুত্র ও নাতি, বিএনপি, জামায়াত-শিবিরের ক্যাডার, খুনের আসামি, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ব্যক্তি, প্রবাসী, বিধবা ভাতার কার্ড নিয়ে প্রতারণা এবং গরিবের চাল বিক্রি করে সমালোচিতরাও রয়েছেন। কেউ কেউ এক বছর আগে আওয়ামী লীগে যোগদান করেই বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রতীক। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে দল মনোনীত বেশ কিছু চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ জমে পড়েছে। তৃণমূল আওয়ামী লীগের নেতারা বলছেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নে অনেক জায়গায় দলের ত্যাগীদের চেয়ে বিএনপি-ছাত্রদলের নেতা, শিবির নেতা, প্রবাসী ও হাইব্রিডদের প্রাধান্য দেওয়া হয়েছে। আর এসব ক্ষেত্রে দলের নেতা-কর্মীদের ত্যাগের চেয়ে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পারিবারিক ও আর্থিক সম্পর্ক প্রাধান্য পাওয়ার বিষয়টি অভিযোগ উঠেছে। মনোনয়ন পাওয়া এসব বিতর্কিত ব্যক্তি সম্পর্কে কেন্দ্রে অভিযোগ জানিয়েও প্রতিকার না পওয়ার অভিযোগও করেছেন অনেকে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হয়েছেন ইকবাল হোসেন এমাদ। এক সময়ের উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক কৌশলে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেই বাগিয়ে নিয়েছেন দলীয় মনোনয়ন। তবে অভিযোগ অস্বীকার করে এমাদ সংবাদ সম্মেলনে বলেন, শিবিরের রাজনীতির সঙ্গে কোনো দিন তার সংশ্লিষ্টতা ছিল না। তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনের সময় থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। একই উপজেলার বর্ণি এলাকায় ইকবাল হোসেন নামের একজন শিবির করতেন। নামের মিল থাকায় তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। ইকবাল হোসেন এমাদের শিবির সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করার পর গতকাল সিলেট প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে একই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত সাইফুল ইসলাম এমাদের শিবিরের রাজনীতিতে সংশ্লিষ্টতার প্রমাণাদি তুলে ধরেন। এক ছবিতে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ও শিবিরের নেতাদের সঙ্গে বসে বৈঠক করছেন ইকবাল হোসেন এমাদ। গত চার বছর ধরে ইতালিতে বসবাস করেন শরীয়তপুর জেলার সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা শাহ আলম মুন্সি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে শাহ আলম মুন্সি ইতালি চলে যান। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান ঢালীসহ ৯ জন মনোনয়ন চান। কিন্তু প্রবাসে থাকলেও শাহ আলম মুন্সি নৌকার মাঝি বনে যান। এ নিয়ে খোদ তৃণমূল আওয়ামী লীগের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল হক। সম্প্রতি আওয়ামী লীগে যোগদান করেছেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে সাবেক ছাত্রদল নেতাকে নৌকার মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া জানান, গত ৫ অক্টোবর লিখিতভাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভানেত্রী ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করা হয়েছিল যাতে আশরাফুল হককে নৌকার মনোনয়ন দেওয়া না হয়। সেখানে তার দলীয় পরিচয়ের সঙ্গে প্রমাণপত্রও দেওয়া হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম আবারও দলের মনোনয়ন পেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ‘সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত’ এবং ‘নারী নির্যাতন মামলা’র আসামি। সেলিম মনোনয়ন পাওয়ার পরই তার অনুসারীরা আরেক মনোনয়ন প্রত্যাশী মাসুদ আলমের বাড়ির সামনে মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ছাচিং প্রু মারমা। ছাচিং প্রু মারমার বিরুদ্ধে ধর্ষণ, টাকার বিনিময়ে রোহিঙ্গাদের ভোটার করা ও জন্ম সনদ বাণিজ্য, ভূমিহীনদের ঘর দিতে ঘুষ নেওয়া, সাংবাদিক নির্যাতন, রাস্তা সংস্কারের টাকা আত্মসাৎ, সৌর বিদ্যুতের প্যানেল বিতরণে বাণিজ্যের অভিযোগ রয়েছে। এর মধ্যে ধর্ষণ ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় মামলাও হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীর বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় অভিযোগপত্রভুক্ত দুই আসামি নাসিরনগর সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবুল হাশেম ও হরিপুর ইউপির চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে নৌকার মনোনয়ন দেওয়া হলেও পরে সমালোচনার মুখে গতকাল তা বাতিল করা হয়। পটুয়াখালীর দশমিনা ইউনিয়নে গতবারের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হওয়া ইকবাল মাহমুদ লিটন এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল ইসলাম। তার বিরুদ্ধে যুবলীগ কর্মী ওমর ফারুক, আওয়ামী লীগ কর্মী শিমুল হত্যাসহ তিনটি মামলা রয়েছে। একটি চাঁদাবাজির মামলাও আছে। এর মধ্যে একটি মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।  হবিগঞ্জের আজমিরীগঞ্জে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রায় এক ডজন মামলার আসামি। তিনি হচ্ছেন জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া। তার বিরুদ্ধে অস্ত্র, নৌ ডাকাতি, হত্যাসহ রয়েছে ১১টি মামলা। অভিযোগ আছে, তিনি পূর্বে জাতীয় পার্টি এবং বিএনপি করেছেন। এ বিষয়ে মো. শাহজাহান মিয়া বলেন, বর্তমানে আমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তবে কোনোটিরই গ্রেফতারি পরোয়ানা নেই। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নে রকিবুল হাসান মাসুদ মনোনয়ন পেয়েছেন। তার আপন ভাই জেলা ছাত্রদলের সহসভাপতি। গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে ছিলেন মাসুদ।

মনোনয়ন গেল, চাকরিও গেল : জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ারের চাকরি করতেন কামরুন্নাহার শিমুল। রাজনীতিতেও ছিলেন সক্রিয়। তৃণমূলের জনপ্রিয়তা-নেতা-কর্মীদের চাপাচাপিতে জয়পুরহাটের রুকিন্দীপুর ইউনিয়ন নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন কামরুন্নাহার শিমুল। দলীয় মনোনয়ন পান তিনি। ৮ অক্টোবর রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান তিনি। এরপর স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন শিমুল। ৯ অক্টোবর থেকে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ক্যাশিয়ার পদ থেকে অব্যাহতির আবেদনপত্র দিলে অফিস তা গ্রহণ করে। কিন্তু ১৩ অক্টোবর রুকিন্দীপুর ইউনিয়নে নৌকার মাঝি পরিবর্তন করা হয়। এখানে মনোনয়ন দেওয়া হয় বর্তমান চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবিরকে। দলীয় মনোনয়ন ও চাকরি হারিয়ে দিশাহারা শিমুল।

কামরুন্নাহার শিমুল বলেন, তিনি মনোনয়ন পাওয়ায় বঞ্চিতদের ইশারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে বিতর্ক সৃষ্টি করা হয়। নামে-বেনামে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অভিযোগ করা হয়। কামরুন্নাহার শিমুল বলেন, মনোনয়নের জন্য আমি চাকুরি ছেড়ে দিয়েছি। ইউনিয়নে আমার জনপ্রিয়তা রয়েছে। কেন্দ্র চাইলেই বিষয়টি পুনর্বিবেচনায় নিতে পারে। তিনি বলেন, আমি আওয়ামী লীগের জন্য কাজ সব সময় করেছি। কিন্তু চাকরির জন্য পদ-পদবি নেওয়া হয়নি। চাকরির আগে কলেজ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। নেত্রকোনার আটপাড়া উপজেলার ৫ নম্বর তেলিগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দল মনোনীত বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর হাসান। তিনি বিএনপি আমলে ২০০৩ সালেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার পরিবর্তে এ ইউনিয়নে রাজনীতিতে নিষ্ক্রিয় এক নবাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। (আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে)

সর্বশেষ খবর