বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পরকীয়ায় স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী ও চার মাসের সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগে সোলেমান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলছে, পরকীয়ায় বাধা দেওয়ায় তাদের হত্যা করেন সোলেমান।

গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোলেমান এবং খালেদা আক্তার পিংকির ২০১৩ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। এ দম্পতির ফারিয়া সুলতানা ও সালমা আক্তার জান্নাত নামে দুটি কন্যাসন্তান রয়েছে। ফারিয়া সুলতানার বয়স পাঁচ বছর আর বাবার হাতে নিহত চার মাসের শিশু সালমা আক্তার জান্নাত। বিয়ের পর সোলেমান ও খালেদার দাম্পত্য জীবন সুখে কাটলেও হঠাৎ সোলেমান পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় ৩০ ডিসেম্বর স্ত্রী ও চার মাসের কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করে কম্বলে পেঁচিয়ে ঘরের মধ্যে রেখে পালিয়ে যান সোলেমান।

এ ঘটনায় ৩ জানুয়ারি পিংকির বাবা আবদুল খালেক দুলাল রামগড় থানায় সোলেমান হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় সোমবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে সোলেমানকে গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলেমান হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান মুক্তা ধর।

সর্বশেষ খবর