রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে হবে

ডা. ইহতেশামুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জিনোম সিকোয়েন্সিংয়ে জোর দিতে হবে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেছেন, দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। ধারণা করা হচ্ছে ওমিক্রনের প্রভাবে শুরু হয়েছে এ ঢেউ। কিন্তু আমাদের দেশে জিনোম সিকোয়েন্সিং খুব কম হওয়ায় কত শতাংশ ওমিক্রন আর কত শতাংশ ডেল্টা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। এ জন্য জিনোম সিকোয়েন্সিং বাড়াতে নজর দিতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পাশের দেশ ভারত এবং ইউরোপ, আমেরিকায় ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এ থেকে বলা যায় আমাদের এখানেও ওমিক্রনের কারণে সংক্রমণ প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের চেয়ে এবার আমাদের প্রস্তুতি সন্তোষজনক। কিন্তু আক্রান্ত বাড়লে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়বে। তখন চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। করোনার উপসর্গ থাকলে টেস্ট করতে হবে। সরকারি বিধিনিষেধ সবাইকে মানতে হবে। না হলে নিজের সঙ্গে প্রতারণা করা হবে। সরকার বিধিনিষেধ দিয়ে আর্থসামাজিক অবস্থা সচল রাখার চেষ্টা করছে। লকডাউন হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। সবাই সচেতন হলে আক্রান্ত হার নিয়ন্ত্রণে থাকবে। তাহলে লকডাউন দেওয়ার পরিস্থিতি তৈরি হবে না, সচল থাকবে অর্থনীতি।

সর্বশেষ খবর