মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দুই ডিআইজি প্রিজন্সসহ ১৪ জনকে জিজ্ঞাসাবাদ দুদকের

নিজস্ব প্রতিবেদক

কারাভ্যন্তরে বন্দি কেনাবেচা, কারা ক্যান্টিনে অতিরিক্ত মূল্যে খাবার বিক্রি, টাকার বিনিময়ে কয়েদি-হাজতিদের মাদক সেবনের সুযোগ করে দেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগে কারা অধিদফতর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই ডিআইজিকে (প্রিজন্স) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবং সহকারী পরিচালক সাইদুজ্জামান তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, বরিশাল বিভাগের বর্তমান (প্রাক্তন ঢাকা বিভাগ) ডিআইজি প্রিজন্স টিপু সুলতান ও ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজন্স জাহাঙ্গীর হোসেনসহ আটজন কর্মকর্তা এবং কারাগারে বিভিন্ন ধরনের খাবার সরবরাহকারী ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কর্মকর্তাদের মধ্যে কুমিল্লা জেলা কারাগারের জেলার আসাদুর রহমান এবং বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার ইউনুস জামান ছিলেন। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ নিয়ে কারা অধিদফতরের বিভিন্ন পদে জনবল নিয়োগ, টাকার বিনিময়ে বন্দিদের অবৈধ সুবিধা দেওয়া এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তরা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ করেছে দুদক।

সর্বশেষ খবর