শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

এমপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে অনশনে বৃদ্ধ

বরগুনা প্রতিনিধি

সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের (বরগুনা-২) বিরুদ্ধে  জমি দখল করে মার্কেট নির্মাণের প্রতিকার দাবিতে জেলা প্রশাসন দফতর চত্বরে অনশন শুরু করেন বেলায়েত হোসেন নামের এক বৃদ্ধ। তিনি বলেন, গতকাল সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত অনশনের এক পর্যায়ে এমপি রিমনের ভাগিনা গ্রামীণফোনের কর্মকর্তার নেতৃত্বে কয়েক ব্যক্তি তাকে তার অবস্থান থেকে জোর করে তুলে ব্যানার ছিঁড়ে ফেলেছেন।

বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, অসহায় দরিদ্র আমি। আমার পৈতৃক সম্পত্তি পাথরঘাটা কাকচিড়া বাজারে ৩ একর ৫০ শতাংশ জমি এমপি দখল করে মার্কেট করছেন। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান জানিয়ে বেলায়েত হোসেন বলেন, আমি সুবিচারের জন্য কোথায় যাব, কার কাছে যাব? এমপির লোকজন তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ করেন, বেলায়েত বলেন আমার জীবনের নিরাপত্তা নেই, আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে। আমার জীবননাশের আশঙ্কা রয়েছে।

 

সর্বশেষ খবর