শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কম বয়সীদের অস্ত্র দিয়ে দলে ভেড়াতেন শুটার রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

হত্যাসহ ১৫ মামলার আসামি নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। একই সঙ্গে তিনি একজন পেশাদার কিলার। দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাও করে আসছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যকলাপের জন্য শুটার রিয়াজ একটি বাহিনী গড়ে তোলেন। আধিপত্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে চাঁদাবাজিসহ এ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতেন রিয়াজ। শুধু তাই নয়, কম বয়সীদের অস্ত্র সরবরাহ করে তাদের সন্ত্রাসী কাজের জন্য দলে ভেড়াতেন। চাঁদা না দিলেই গুলি করতেন রিয়াজ বাহিনীর সদস্যরা।

র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে রূপগঞ্জ         ও সোনারগাঁ থেকে পেশাদার খুনি ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজসহ তার চার সহযোগীকে গ্রেফতার করেন। গ্রেফতার অন্যরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা, মারুফ হোসেন মুন্না, সেলিম ও মাহবুব মিয়া। এ সময় তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, পাঁচটি ধারালো দেশি অস্ত্র, একটি মোটরসাইকেল ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসকান্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দেন। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ২৯ মার্চ রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি কেন্দ্র করে প্রকাশ্যে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। আরও ২০ জন আহত হন। ওই সময় এলাকায় ব্যাপক ভাঙচুর করা হয়। এর আগে ১৫ মার্চ রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে শফিক ও শামীম মল্লিক নামে দুই ব্যক্তিকে তাদের বাসার সামনে অতর্কিতে এলোপাতাড়ি গুলি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর