সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

চার্জার ও টর্চলাইটে আনা হলো সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চার্জার লাইট ও টর্চলাইটের ভিতর থেকে ২৮টি সোনার বার জব্দ করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস। এ সময় শফি আলম নামে এক সৌদি প্রবাসীকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে সৌদি আবর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে বারগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার নিয়ামুল হাসান বলেন, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন শফি। তার ব্যাগেজে থাকা চার্জার লাইট, টর্চলাইট তল্লাশি চালিয়ে ২৮টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকা। শফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর