বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা
ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

চার মাস পর ফের হাজার ছাড়াল শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। প্রায় চার মাস পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ফের হাজার ছাড়িয়েছে। শনাক্তের হার ছাড়িয়ে গেছে ১৩ শতাংশ। ২০ দিন মৃত্যুশূন্য থাকার পর গত তিন দিন ধরে করোনায় টানা মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতালেও বাড়ছে রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। সবশেষ গত ২৫ ফেব্রুয়ারি এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল। সেদিন ১ হাজার ৪০৬ জনের কভিড শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এর পর  সংক্রমণ কমতে কমতে গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চারজনে নেমেছিল। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে।

এদিকে ১৫ ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো দৈনিক শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ১৩.৩০ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১.০৩ শতাংশ। অথচ, চলতি মাসের শুরুতেও শনাক্তের হার ছিল ১ শতাংশের নিচে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩৪ জনের প্রাণহানি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২২ জন কভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন সেরে উঠলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার রোগীর চেয়ে নতুন করে শনাক্ত হয়েছে ৯ গুণের বেশি মানুষ।

 

সর্বশেষ খবর