তিনবারের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা (৮৮) আর নেই। গতকাল দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সিরাজুল ইসলাম ভরসা ও কামরুল ইসলাম ভরসা। গতকাল বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বিকালে হারাগাছ সারাই জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। করিম উদ্দিন ভরসা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সপ্তম ও অষ্টম নির্বাচনে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত করিম উদ্দিন ভরসার ১০ ছেলে ও ৬ মেয়ে। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে চরম বিরোধ ছিল। করিম উদ্দিন ভরসাকে নিয়ে সন্তানদের মধ্যে দুটি পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে করিম উদ্দিন ভরসাকে আটকে রাখা হয়েছে কি না, তা জানতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। ছেলে সাইফুল উদ্দিন ওরফে শিমুল ভরসাকে এ নির্দেশ দিয়েছিলেন আদালত। শিমুল ভরসার জিম্মায় রয়েছেন করিম উদ্দিন ভরসা- এমনটা দাবি করে তাঁর নয় সন্তানের হেবিয়াস করপাস (হাজিরের নির্দেশনা) আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ ওই আদেশ দেন হাই কোর্ট। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে ৬ মার্চ সুপ্রিম কোর্টে শিমুল ভরসা আবেদন করলে কোর্ট ছয় সপ্তাহের জন্য ওই আদেশ স্থগিত করেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে শফিকুল ইসলামসহ নয় সন্তান পুনরায় আবেদন করলে করিম উদ্দিন ভরসাকে ১৫ দিন পরপর রংপুরের জজ আদালতে হাজির করে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করার সুয়োগ করে দিতে নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু কোনো দিনই রংপুরের আদালতে হাজির করেননি করিম উদ্দিন ভরসার অন্য পক্ষের ছেলেমেয়েরা। মরহুমের ছেলে কামরুল ইসলাম ভরসা বলেন, ‘বাবাকে দেখার জন্য তিন বছর ঘুরেছি। আদালতের নির্দেশেও বাবাকে দেখতে দেয়নি। মৃত্যুর সময় বাবার মুখ দেখতে পারলাম না এর চেয়ে বড় দুঃখ আর কী হতে পারে!’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ