রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

করিম উদ্দিন ভরসা আর নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করিম উদ্দিন ভরসা আর নেই

তিনবারের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি করিম উদ্দিন ভরসা (৮৮) আর নেই। গতকাল দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে সিরাজুল ইসলাম ভরসা ও কামরুল ইসলাম ভরসা। গতকাল বাদ এশা রাজধানীর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বিকালে হারাগাছ সারাই জামে মসজিদে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। করিম উদ্দিন ভরসা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সপ্তম ও অষ্টম নির্বাচনে রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত করিম উদ্দিন ভরসার ১০ ছেলে ও ৬ মেয়ে। সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে চরম বিরোধ ছিল। করিম উদ্দিন ভরসাকে নিয়ে সন্তানদের মধ্যে দুটি পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে করিম উদ্দিন ভরসাকে আটকে রাখা হয়েছে কি না, তা জানতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। ছেলে সাইফুল উদ্দিন ওরফে শিমুল ভরসাকে এ নির্দেশ দিয়েছিলেন আদালত। শিমুল ভরসার জিম্মায় রয়েছেন করিম উদ্দিন ভরসা- এমনটা দাবি করে তাঁর নয় সন্তানের হেবিয়াস করপাস (হাজিরের নির্দেশনা) আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ ওই আদেশ দেন হাই কোর্ট। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে ৬ মার্চ সুপ্রিম কোর্টে শিমুল ভরসা আবেদন করলে কোর্ট ছয় সপ্তাহের জন্য ওই আদেশ স্থগিত করেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে শফিকুল ইসলামসহ নয় সন্তান পুনরায় আবেদন করলে করিম উদ্দিন ভরসাকে ১৫ দিন পরপর রংপুরের জজ আদালতে হাজির করে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করার সুয়োগ করে দিতে নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু কোনো দিনই রংপুরের আদালতে হাজির করেননি করিম উদ্দিন ভরসার অন্য পক্ষের ছেলেমেয়েরা। মরহুমের ছেলে কামরুল ইসলাম ভরসা বলেন, ‘বাবাকে দেখার জন্য তিন বছর ঘুরেছি। আদালতের নির্দেশেও বাবাকে দেখতে দেয়নি। মৃত্যুর সময় বাবার মুখ দেখতে পারলাম না এর চেয়ে বড় দুঃখ আর কী হতে পারে!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর