শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পরিবেশ না হলে নির্বাচনে যাব না

পীর চরমোনাই

পরিবেশ না হলে নির্বাচনে যাব না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, পরিবেশ তৈরি না হলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব না। তিনি বলেন, নির্বাচন কমিশন-ইসির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোর কথায় লক্ষ্য করেছি, তাদের মাধ্যমে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে তা আশা করা যায় না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম একজন ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। পিতা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীমের মৃত্যুর পর ২০০৬ সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করছেন তিনি। ইসলামী আন্দোলনের আমির বলেন, সরকারের নির্বাচনের যে পদ্ধতি তা তারা মাঠে ময়দানে বাস্তবায়ন করে আমাদের দেখিয়েছে যে, জনগণের ভোটে তারা নির্বাচিত হয়নি। অনেকটাই ক্ষমতার বলেই নির্বাচিত হয়েছে তারা। যদি স্বচ্ছ, সুষ্ঠুভাবে জনগণ তাদের ভোটাধিকার গণতান্ত্রিকভাবে প্রয়োগ করতে না পারে তাহলে আমরা তাকে বৈধ সরকার বলতে পারি না। তাই আমরা এই সরকারকে বলছি, দেশে যদি ভোটের সুষ্ঠু পরিবেশ না তৈরি করতে পারেন তাহলে তাদের ক্ষমতায় থেকে নির্বাচন করার অধিকার নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি যে সংলাপে ডেকেছিলেন তখন আন্তরিকভাবেই মনে করেছিলাম দেশ, জাতি এবং জনগণের জন্য কল্যাণকর হবে। তাই সেই সংলাপে উপস্থিত হয়ে দেশ এবং জনগণের জন্য কল্যাণমূলক যে আলোচনা সেগুলো আমরা নিয়মতান্ত্রিকভাবেই করেছিলাম। কিন্তু বিগত দিনে আমরা হতাশ হয়েছি। কারণ প্রেসিডেন্টসহ ইসি আমাদের আলোচনার মূল্য না দিয়ে তারা তাদের মতোই কার্যক্রম পরিচালনা করছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পীর চরমোনাই বলেন, এতে দেশ মহাসংকটে পড়বে। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। বিএনপির সংলাপে আমন্ত্রণ জানানো হলে সাড়া দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সমমনা যে ইসলামী দলগুলো রয়েছে, তাদের সঙ্গে আমরা সংলাপ করব। তাদের সঙ্গে এক হয়ে জোটবদ্ধভাবে কাজ করব। পীর চরমোনাই বলেন, বিগত দিনে যারা ক্ষমতায় গিয়েছে তারা জনগণের জন্য কিছু করেছে, তা আমরা দেখিনি। আমরা মনে করি, ইসলাম ছাড়া বিকল্প ধারায় জনগণের কল্যাণ কখনো বয়ে আসেনি। আমরা চাইছি এই নীতি আদর্শের মাধ্যমে জনগণের কল্যাণকর কাজ করা।

 

সর্বশেষ খবর