বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে সবার সামনে ট্রফি ভেঙে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। ট্রফি ভাঙার প্রতিবাদে ও ইউএনওর প্রত্যাহার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল হয়েছে। জানা গেছে, উপজেলার আবাসিক স্বাধীন যুবসমাজ সংগঠন আয়োজিত আন্তইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইউএনও মেহরুবা ইসলাম পুরস্কার বিতরণ করতে আসেন। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হন এবং টেবিল থেকে ট্রফি তুলে মাটিতে ছুড়ে দিয়ে ভেঙে ফেলেন। এদিকে ট্রফি ভাঙার প্রতিবাদে ও ইউএনও মেহরুবা ইসলামের প্রত্যাহার দাবিতে গতকাল আলীকদমে বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালামের নেতৃতে বিক্ষোভ মিছিলে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। উপজেলা চেয়ারম্যান বলেন, আবাসিক জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ দলের মধ্যকার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। রেফারির সিদ্ধান্তে খেলা টাইব্রেকারে গড়ালে ১-০ গোলে আবাসিক জুনিয়র একাদশ জয়লাভ করে। পুরস্কার বিতরণ চলাকালে ফলাফল নিয়ে হট্টগোল শুরু হলে ইউএনও ক্ষিপ্ত হয়ে ট্রফিগুলো ভেঙে ফেলেন। ইউএনও মেহরুবা ইসলাম বিষয়টি স্বীকার করে জানান, খেলা শেষে পুরস্কার বিতরণের সময় হঠাৎ কয়েকজন ফলাফল মানতে নারাজ হন। আবার খেলা শুরু করতে বললে বিষয়টি নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি ট্রফি ভেঙে ফেলেন। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।