শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনীতি করার মতো পরিবেশ আছে

-মহিদ হাওলাদার

রাজনীতি করার মতো পরিবেশ আছে

সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি পরিচিত হলেও মাদারীপুরে তাদের তেমন কোনো কর্মকান্ড নেই। দুই বছরের বেশি সময় ধরেই দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। মাদারীপুরে জাতীয় পার্টির জেলা কমিটি থাকলেও অধিকাংশ গ্রামেই জেলা নেতারা ‘অপরিচিত’। দলের অঙ্গ  ও সহযোগী সংগঠনগুলো একেবারেই নামসর্বস্ব। দলের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কথা হয় মাদারীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিদ হাওলাদারের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা সম্মিলিতভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়াধীন। এরই মধ্যে অনেক ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করা হয়েছে।’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে মহিদ বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। আমরা মাদারীপুর থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। মাদারীপুরের পরিবেশ ভালো। এখানে রাজনীতি করার মতো পরিবেশ আছে। যত দিক থেকে সহযোগিতা পাওয়ার, যাদের দিক থেকে সহযোগিতা পাওয়ার কথা তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। প্রশাসনের দিক থেকে পাচ্ছি, সরকারি দল থেকেও সহযোগিতা পাচ্ছি। আমরা মনে করি আগামীতে প্রার্থী দিতে পারব এবং দেব।’ সাংগঠনিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি যে মুহূর্তে দায়িত্ব নিয়েছিলাম এর পরপরই করোনা শুরু হওয়ায় কমিটিগুলো ওইভাবে হয়নি। তবে চারটি উপজেলার চারটিতেই কমিটি আছে।’ তিনি বলেন, ‘আমি আশাবাদী। যাদের সঙ্গেই আলাপ করি সবাই আমাদের প্রতি পজিটিভ।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর