শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজশাহী মেডিকেলে সন্তানের জন্ম, ট্রাকচাপায় নিহত বাবার লাশ মর্গে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত মঙ্গলবার রুবেলের স্ত্রী এক ছেলে সন্তানের জন্ম দেন। স্ত্রী ও সন্তান নওগাঁর আত্রাইয়ে শ্বশুরবাড়িতে। শুক্রবার সেখানে যেতে নগরীর খড়খড়ি বাইপাস থেকে বাজার করেন কামরুজ্জামান রুবেল। কিন্তু ছেলেকে দেখতে শ্বশুরবাড়ি যাওয়া হলো না কামরুজ্জামানের। ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী মোহাম্মদ কামরুজ্জামান রুবেল (৩২)। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরীর উপকণ্ঠ কাটাখালীর মাসকাটাদীঘির কালাম ইসলামের ছেলে। জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল চালক রুবেলকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটি পালিয়ে যায়। পরে রুবেলের লাশ পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

স্বজনরা জানান, গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী সন্তান জন্ম দেন। রুবেল সেখান থেকে এসে খড়খড়ি বাইপাস থেকে বাজার করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, কিছুদিন আগে কামরুজ্জামানের স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন। এরপর থেকেই স্ত্রী-সন্তান আত্রাইয়ে কামরুজ্জমানের শ্বশুরবাড়িতে অবস্থান করছে। সেখানে যেতেই বাড়ি থেকে বের হয়েছিলেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন। দুর্ঘটনার পর তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর