বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী উৎসবে যাননি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো উৎসবে যাননি। তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ক্যান্টনমেন্ট উদ্বোধনের জন্য গিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা     সারা দেশে জীবনমানের সুষম উন্নয়ন নিশ্চিত করছেন। সেই ধারাবাহিকতায় বাদ যায়নি একসময়ে মূল ভূখণ্ড থেকে প্রায়বিচ্ছিন্ন অবহেলিত হাওরাঞ্চল কিশোরগঞ্জও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, যাদের শাসনামলে হাওয়া ভবন খুলে লুটপাটের রাজত্ব কায়েম করা হয়েছে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে; আজ জনগণের ভাগ্যোন্নয়ন দেখে তাদের গাত্রদাহ হচ্ছে। কিশোরগঞ্জে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোনো উৎসবে যাননি। তিনি নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ক্যান্টনমেন্ট উদ্বোধনের জন্য গিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করেছেন। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সশস্ত্র বাহিনী নীতি’ প্রণয়ন করেছিলেন। সেই আলোকে সশস্ত্র বাহিনীকে আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে শেখ হাসিনা ফোর্সেস গোল-২০৩০ নির্ধারণ করেছেন। তিনি একে একে রামু ক্যান্টনমেন্ট, বরিশালে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, মাওয়ায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট এবং কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একটি ক্যান্টনমেন্ট উদ্বোধন করলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ পরপর দুবার সফলতার সঙ্গে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষ করতে যাচ্ছেন।

এ উপলক্ষে সেখানে একটি সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেছেন। এখানে কোনো উৎসবের আয়োজন করা হয়নি। বর্তমান সরকারের আমলে হাওরাঞ্চলে যে উন্নয়ন হয়েছে, তার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন ঘটেছে।

সর্বশেষ খবর