ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, রমজান মাসে মানুষের চলাচল বেড়ে যায়। তবে, রাস্তায় গণপরিবহনের স্বল্পতা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকে। এ কারণে এ সময় যানজট বেড়ে যায়। এ ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি ও বিভিন্ন নির্মাণ কাজও যানজটের অন্যতম কারণ। তিনি বলেন, রমজানে সবাই বাসায় ইফতারি করতে একসঙ্গে চলাচল শুরু করেন। ফলে ইফতারির আগে রাস্তায় প্রচুর গাড়ির চাপ পড়ে। এতে যানজট অনেকাংশে বেড়ে যায়। যুগ্ম-কমিশনার বলেন, রমজান উপলক্ষে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে সবাই বাসায় গিয়ে ইফতার করতে পারেন। এ জন্য ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাস্তায় ইফতারি করতে হচ্ছে। কারণ নগরবাসী বাসায় গিয়ে যেন পরিবারের সবার সঙ্গে ইফতারি করতে পারেন। সে জন্য আমরা সব সময় তদারকি করছি ও দিকনির্দেশনা দিচ্ছি। রমজানে ট্রাফিক পুলিশ তৎপর থেকে সুশৃঙ্খলভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করেন। তারা রাস্তায় ইফতারি করছেন। যুগ্ম-কমিশনার আরও বলেন, রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে রাস্তা প্রশস্ত করতে হবে। গণপরিবহনের সংখ্যার পাশাপাশি সেবার মানও বাড়াতে হবে। এতে যানজট অনেকটা কমে আসবে। এ ছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলে যানজট অনেকাংশে কমবে। মেট্রোর বাস সব রুটে চালু হলে নগরবাসী যানজট নামক ভোগান্তি থেকে রেহাই পাবেন। নগরবাসী যেন স্বস্তিতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্য ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন।
শিরোনাম
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
যানজটের ভয়াবহতা থেকে মুক্তি কীভাবে
ব্যক্তিগত গাড়ি কমাতে হবে
এস এম মেহেদী হাসান
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর