ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, রমজান মাসে মানুষের চলাচল বেড়ে যায়। তবে, রাস্তায় গণপরিবহনের স্বল্পতা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকে। এ কারণে এ সময় যানজট বেড়ে যায়। এ ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি ও বিভিন্ন নির্মাণ কাজও যানজটের অন্যতম কারণ। তিনি বলেন, রমজানে সবাই বাসায় ইফতারি করতে একসঙ্গে চলাচল শুরু করেন। ফলে ইফতারির আগে রাস্তায় প্রচুর গাড়ির চাপ পড়ে। এতে যানজট অনেকাংশে বেড়ে যায়। যুগ্ম-কমিশনার বলেন, রমজান উপলক্ষে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে সবাই বাসায় গিয়ে ইফতার করতে পারেন। এ জন্য ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাস্তায় ইফতারি করতে হচ্ছে। কারণ নগরবাসী বাসায় গিয়ে যেন পরিবারের সবার সঙ্গে ইফতারি করতে পারেন। সে জন্য আমরা সব সময় তদারকি করছি ও দিকনির্দেশনা দিচ্ছি। রমজানে ট্রাফিক পুলিশ তৎপর থেকে সুশৃঙ্খলভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করেন। তারা রাস্তায় ইফতারি করছেন। যুগ্ম-কমিশনার আরও বলেন, রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে রাস্তা প্রশস্ত করতে হবে। গণপরিবহনের সংখ্যার পাশাপাশি সেবার মানও বাড়াতে হবে। এতে যানজট অনেকটা কমে আসবে। এ ছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলে যানজট অনেকাংশে কমবে। মেট্রোর বাস সব রুটে চালু হলে নগরবাসী যানজট নামক ভোগান্তি থেকে রেহাই পাবেন। নগরবাসী যেন স্বস্তিতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্য ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন।
শিরোনাম
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
যানজটের ভয়াবহতা থেকে মুক্তি কীভাবে
ব্যক্তিগত গাড়ি কমাতে হবে
এস এম মেহেদী হাসান
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর