ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, রমজান মাসে মানুষের চলাচল বেড়ে যায়। তবে, রাস্তায় গণপরিবহনের স্বল্পতা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকে। এ কারণে এ সময় যানজট বেড়ে যায়। এ ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি ও বিভিন্ন নির্মাণ কাজও যানজটের অন্যতম কারণ। তিনি বলেন, রমজানে সবাই বাসায় ইফতারি করতে একসঙ্গে চলাচল শুরু করেন। ফলে ইফতারির আগে রাস্তায় প্রচুর গাড়ির চাপ পড়ে। এতে যানজট অনেকাংশে বেড়ে যায়। যুগ্ম-কমিশনার বলেন, রমজান উপলক্ষে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে সবাই বাসায় গিয়ে ইফতার করতে পারেন। এ জন্য ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাস্তায় ইফতারি করতে হচ্ছে। কারণ নগরবাসী বাসায় গিয়ে যেন পরিবারের সবার সঙ্গে ইফতারি করতে পারেন। সে জন্য আমরা সব সময় তদারকি করছি ও দিকনির্দেশনা দিচ্ছি। রমজানে ট্রাফিক পুলিশ তৎপর থেকে সুশৃঙ্খলভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করেন। তারা রাস্তায় ইফতারি করছেন। যুগ্ম-কমিশনার আরও বলেন, রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে রাস্তা প্রশস্ত করতে হবে। গণপরিবহনের সংখ্যার পাশাপাশি সেবার মানও বাড়াতে হবে। এতে যানজট অনেকটা কমে আসবে। এ ছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলে যানজট অনেকাংশে কমবে। মেট্রোর বাস সব রুটে চালু হলে নগরবাসী যানজট নামক ভোগান্তি থেকে রেহাই পাবেন। নগরবাসী যেন স্বস্তিতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্য ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ