শিরোনাম
বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
যানজটের ভয়াবহতা থেকে মুক্তি কীভাবে

ব্যক্তিগত গাড়ি কমাতে হবে

এস এম মেহেদী হাসান

ব্যক্তিগত গাড়ি কমাতে হবে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, রমজান মাসে মানুষের চলাচল বেড়ে যায়। তবে, রাস্তায় গণপরিবহনের স্বল্পতা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি থাকে। এ কারণে এ সময় যানজট বেড়ে যায়। এ ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়ি ও বিভিন্ন নির্মাণ কাজও যানজটের অন্যতম কারণ। তিনি বলেন, রমজানে সবাই বাসায় ইফতারি করতে একসঙ্গে চলাচল শুরু করেন। ফলে ইফতারির আগে রাস্তায় প্রচুর গাড়ির চাপ পড়ে। এতে যানজট অনেকাংশে বেড়ে যায়। যুগ্ম-কমিশনার বলেন, রমজান উপলক্ষে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে সবাই বাসায় গিয়ে ইফতার করতে পারেন। এ জন্য ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের রাস্তায় ইফতারি করতে হচ্ছে। কারণ নগরবাসী বাসায় গিয়ে যেন পরিবারের সবার সঙ্গে ইফতারি করতে পারেন। সে জন্য আমরা সব সময় তদারকি করছি ও দিকনির্দেশনা দিচ্ছি। রমজানে ট্রাফিক পুলিশ তৎপর থেকে সুশৃঙ্খলভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করেন। তারা রাস্তায় ইফতারি করছেন। যুগ্ম-কমিশনার আরও বলেন, রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে রাস্তা প্রশস্ত করতে হবে। গণপরিবহনের সংখ্যার পাশাপাশি সেবার মানও বাড়াতে হবে। এতে যানজট অনেকটা কমে আসবে। এ ছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পূর্ণাঙ্গভাবে চালু হলে যানজট অনেকাংশে কমবে। মেট্রোর বাস সব রুটে চালু হলে নগরবাসী যানজট নামক ভোগান্তি থেকে রেহাই পাবেন। নগরবাসী যেন স্বস্তিতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, এজন্য ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন।

সর্বশেষ খবর